amit shah
কলকাতা: ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ৷ তিনি বলেন, ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থকে দল থেকে বহিষ্কার করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করার বিরোধিতায় সুর চড়ান তিনি। বলেন, ‘দিদি, কান খুলে শোনুন। শুভেন্দুজিকে বিধানসভা থেকে বার করতে পারেন। কিন্তু বাংলার মানুষকে চুপ করাতে পারবেন না। বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় ফুরিয়ে এসেছে’। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলকে ৩৫টি আসন দেও.য়ার জন্যেও মানুষকে আহ্বান জানান শাহ৷
রাজ্যের দুর্নীতির নিয়েও এদিন আক্রমণ শানান অমিত শাহ৷ তিনি বলেন, ‘মোদীজি লাখ লাখ কোটি কোটি টাকা বাংলায় পাঠাচ্ছেন৷ কিন্তু, তৃণমূলের সিন্ডিকেট তা মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না’। রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির কথা বলতে গিয়ে নাম না করেই তিনি বলেন, ‘আমি জীবনে কোনও নেতার বাড়ি থেকে এত টাকার বান্ডিল উদ্ধার হতে দেখিনি’।
এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সাহস থাকলে জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থকে তৃণমূল কংগ্রস থেকে সাসপেন্ড করে দেখান। রোজ দুর্গার স্তুতি করছেন। ভাইপোর নাম না যেন ফাঁস করে না দেয়। সংসদের পবিত্রতা তৃণমূলই নষ্ট করেছে। উপহার পয়সা নিয়ে প্রশ্ন তোলা দল বাংলা বা ভারতের কল্যাণ করবে কী করে?’