NPR নিয়ে বড় ঘোষণা অমিত শাহের, দিলেন বড়সড় আশ্বাস

NPR নিয়ে বড় ঘোষণা অমিত শাহের, দিলেন বড়সড় আশ্বাস

নয়াদিল্লি: দিল্লি হিংসা নিয়ে বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে জবাবি ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দিল্লি-হিংসায় গ্রেফতার হওয়া নিয়ে খতিয়ান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

এদিন রাজ্যসভায় দিল্লি হিংসা নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা লুকিয়ে রয়েছে, তাদেরও খুঁজে বার করা হবে,  পাতালের গভীর থেকে তাদের খুঁজে আনা হবে৷” দোষীদের খুঁজে বের করতে ৪০টিরও বেশি তদন্তকারী দল গঠন করা হয়েছে৷ গঠন করা হয়েছে তিনটি এসআইটি৷ এখনও পর্যন্ত ১৯২২ জনকে চিহ্নিত করা হয়েছে। দিল্লি হিংসার সময় ঘটনাস্থলে দেখা গেছে ১৯২২ জনকে। দিল্লি হিংসার ভিডিও ক্লিপগুলি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ৷

এদিন শাহ বলেন, ‘‘মানুষকে আস্বস্ত করতে চাই যে, যারা হিংসার চক্রান্ত করেছে, জাতি-ধর্ম-দল নির্বিশেষে দোষীদের শাস্তি দেওয়া হবে৷ অমিত শাহ বলেন, এই হিংসা আসলে একটি চক্রান্ত৷ দেশ, বিদেশ থেকে এর জন্য অর্থ  জোগানো হয়েছে। ২৪ ফেব্রুয়ারির আগেই তদন্তকারী সংস্থা এ বিষয়ে আগাম জানিয়েছিল। যার জন্য ৫২ জনকে গ্রেফতারও করা হয়েছিল।’’ দিল্লি হিংসায় যে ব্যক্তির ছুরির আঘাতে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী৷  

এনপিআর নিয়েও সংসদে ব্যাখ্যা দেন অমিত শাহ৷ কংগ্রেস নেতাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনপিআর-এ কোনও নথি চাওয়া হবে না৷ এই তালিকায় কাউকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হবে না৷ তিনি আরও বলেন, সিএএ নিয়ে বিরোধীদের অপপ্রচার চালাচ্ছে৷ সিএএ কারোর নাগরিকত্ব কাড়বে না৷  অধিকাংশ রাজ্যই এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের বিরোধিতা করেছে৷ বিতর্ক ছড়িয়েছে এনআরসি এবং সিএএ নিয়েও৷ এই আইনের বিরোধিতায় বিক্ষোভে ফেটে পড়েছে আমজনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =