বোলপুর: বঙ্গ রাজনীতিতে এখন মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘বহিরাগত’! এই যুক্তি-পাল্টা যুক্ত ছোড়ার পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে৷ বিতর্কিত ‘বহিরাগত’ ইস্যুর মধ্যে দু’দিনের বাংলা সফরে এসেছেন অমিত শাহ৷ আজ শান্তিনিকেতনে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি সফর৷ আর সেই সফরে গিয়ে ‘কে তুমি মম অঙ্গনে?’ শুনলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী৷ গানের তালে মেলালেন তার৷ মুগ্ধ হয়ে দেখলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংক্ষিপ্ত অনুষ্ঠান৷
আজ সকালে শান্তিনিকেতনে সরকারি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ৷ বোলপুর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে নামেন তিনি৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন অমিত শাহ৷ উপাসনা গৃহ ঘুরে দেখেন৷ পরে সংগীত ভবনে অমিত শাহ বিশেষ অনুষ্ঠানে অংশ নেন৷ সেখানে লোকসংগীত থেকে রবীন্দ্রসঙ্গীত শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ অনুষ্টান শেষে ‘কে তুমি মম অঙ্গনে?’ গানে তাল মেলাতে দেখা যায় শাহকে৷ পরে সংগীত ভবনে অনুষ্ঠান অংশ নেওয়া শিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন৷ পরে সেখান থেকে বাংলাদেশ ভবনে সরকারি কর্মসূচিতে অংশ নেন অমিত শাহ৷
এরপর শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন অমিত শাহ৷ ডাকবাংলা মাঠ থেকে রোড শো করার কথা রয়েছে তাঁর৷ বোলপুর চৌরাস্তায় রোড-শো শেষ করে একটি বেসরকারি রিসর্টে উঠবেন৷ সেখানে সাংবাদিক বৈঠকের পর বিকেল ৫ টা ৪৫ মিনিটে অণ্ডাল বিমানবন্দরের দিকে রওনা হবেন শাহ৷ সেখান থেকে রাতে দিল্লির বিমান ধরবেন৷