বাইডেনের পর ইজরায়েলে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনকও, বৈঠক নেতানিয়াহুর সঙ্গে

বাইডেনের পর ইজরায়েলে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনকও, বৈঠক নেতানিয়াহুর সঙ্গে

cef5a2b7de13e772ce8747e94ffc39af

লন্ডন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ইজরায়েলে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৃহস্পতিবার ইজরায়েলে পৌঁছনোর পর সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার কথা সুনকের। ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গেও বৈঠকে বসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ গত সপ্তাহেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। শীঘ্রই মিশর, তুরস্ক এবং কাতারেও যাওয়ার কথা রয়েছে তাঁর। হামাস-ইজরায়েল চলতি সংঘাতের সমাধানসূত্র খুঁজতেই এই সফর৷ 

গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর আক্রমণ হানে প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাস৷ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছিলেন সুনক। মঙ্গলবার গাজার একটি হাসপাতাল ইজরায়েলি সেনার রকেট হামলার বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, “এটাই সেই সময়, যখন বিশ্বের সমস্ত নেতাদের একত্রিত হতে হবে৷ যাতে এমন ঘটনা আর না হতে পারে।” এই সমাধানসূত্র বার করার কাজে ব্রিটেন অগ্রণী ভূমিকা নিতে চায় বলেও উল্লেখ করেন সুনক।

ইজরায়েল সফরের আগে একটি বিবৃতিতে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, “প্রতিটি সাধারণ নাগরিকের মৃত্যুই যন্ত্রনার। হামাসের সন্ত্রাসবাদী হামলাই এত মানুষের মৃত্যুর জন্য দায়ী।” পাশাপাশি গাজায় ত্রাণসামগ্রী পাঠানোর কথাও জানিয়েছেন সুনক৷ এর জন্য মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে থাকা রাফা সীমান্ত খুলে দেওয়ার আর্জিও জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *