ambulances
কলকাতা: পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তাভাবনার হাত ধরে এগিয়ে চলেছে বাংলা। নিজেদের প্রচেষ্টাতেই তারা করে ফেলছে সমস্যার সমাধান৷ সল্টলেকের ‘ভারতীয় বিদ্যাভবন’-এর পড়ুয়া সোমশুভ্র নাথ। তার মা শয্যাশায়ী৷ সেই কারণে তার কাঁধেই ছিল বাড়ির আলো-পাখা বন্ধ বা ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি খোলা-বন্ধ করার দায়িত্ব৷ যা বেশ ঝক্কির৷ অধিকাংশ সময় অপ্রয়োজনেই সেগুলি জ্বলত৷ সমস্যা সমাধানে বাড়িতে বসেই সোমশুভ্র তৈরি করে ফেলে একটি অ্যাপ। একাজে তাঁর সঙ্গী বন্ধু সুকৃত নাগ৷ এই অ্যাপের সাহায্যে বাড়ির বাইরে থেকেই যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রপাতির সুইচ অন-অফ করা সম্ভব।
শুধু সোমশুভ্রর কীর্তিই নয়, অ্যাম্বুলেন্সের জন্য হাইড্রোলিক ফুটপাথের প্রোটোটাইপ তৈরি করে চমকে দিয়েছে ‘পুঁটিয়ারি ব্রজমোহন তিওয়ারি ইনস্টিটিউট’-এর দুই ছাত্র৷ নাম বিজয় বেরা ও শুভঙ্কর ভাণ্ডারী৷ কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা বৃহস্পতি এবং শুক্রবার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে বিজ্ঞানভিত্তিক মডেল নিয়ে উপস্থিত হয়েছিল। এই বিজ্ঞান মেলায় জয়ীরা যোগ দেবেন রাজ্যস্তরের বিজ্ঞান মেলায়৷