কোয়াম্বাটুর: বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার ভেঙে মৃতু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ আশ্চর্যজনক ভাবে সেনা সর্বাধিনায়ক ও তাঁর সঙ্গীদের দেহ নিয়ে যাওয়ার সময়ও দুর্ঘটনার কবলে পড়েছিল অ্যাম্বুলেন্স৷ তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি বলে সেনা সূত্রে খবর৷
আরও পড়ুন- সংসদীয় দলের সঙ্গে নয়, নমোর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ সেরে জল্পনা উস্কালেন লকেট
বৃহস্পতিবার দুপুরে কুন্নুরের ওয়েলিংটনে সেনা হাসপাতাল থেকে জেনারেল রাওয়ত, তাঁর স্ত্রী মধুলিকা-সহ ১৩ জনের পার্থিব দেহ সুলুরের বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে৷ সুলুর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে সিডিএস-সহ ১৩ জনের দেহ দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল৷ সূত্রের খবর, দেহগুলি নিয়ে যাওয়ার সময় কোয়ম্বাটুরের অদূরে মেট্টুপলায়মের কাছে শহদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের দেওয়ালে ধাক্কা মারে৷ রাস্তার নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিসকর্মী-সহ বেশ কয়েক জন আহত হন৷ এদিকে ধাক্কা লাগার পরেই দেহগুলি অন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়৷
বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনী এমআই-১৭ ভি ফাইভ চপারটি৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের৷ একমাত্র প্রাণে রক্ষা পান গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গতকাল ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে স্টাফ কোর্সের ফ্যাকাল্টি এবং ছাত্র অফিসারদের উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য যাচ্ছিলেন জেনারেল রাওয়াত। সেই সময়ই নীলগিরির উপর ভেঙে পড়ে তাঁর চপার৷
কী ভাবে সেনা সর্বাধিনাকের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়টি স্পষ্ট হবে৷ ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা গিয়েছে একটি হেলিকপ্টার ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিশে যাচ্ছে। অনেকেই মনে করছেন এটাই ছিল বিপিন রাওয়াতের হেলিকপ্টার, যা খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।