‘আসল নোবেল পাননি’! উপাচার্যের কথা শুনে হেসে ফেললেন অমর্ত্য, মুখ খুললেন জমি প্রসঙ্গেও

‘আসল নোবেল পাননি’! উপাচার্যের কথা শুনে হেসে ফেললেন অমর্ত্য, মুখ খুললেন জমি প্রসঙ্গেও

বোলপুর: বিশ্বভারতীয় জমি-বিতর্কের মাঝে ফের বোমা ফাটালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সরাসরি নিশানা করে বললেন, ‘ নোবেলই পাননি অমর্ত্য’! সেই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার নিজের প্রতিক্রিয়া জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ। সাংবাদিকদের মুখে উপাচার্যের কথা শুনে হাসি চেপে রাখতে পারলেন না তিনি৷ 

আরও পড়ুন- মোষের গাড়িতে পাচারের চেষ্টা! অনুব্রত গড়ে পুলিশি অভিযানে উদ্ধার টন টন কয়লা

প্রসঙ্গত, বৃহস্পতিবার উপাচার্য দাবি করেছিলেন, অমর্ত্য প্রকৃত নোবেলজয়ী নন। অর্থনীতিবিদ নিজেই নিজেকে ‘নোবেলজয়ী’ বলে দাবি করে থাকেন। এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, নোবেল প্রাইজর যে ডিড (উইল) তৈরি হয়েছিল, সেখানে বলা আছে ৫ জনকে নোবেল পুরস্কার দেওয়া হবে। যে ৫টি বিষয়ে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলি হল— পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য আর বিশ্বশান্তি। বিদ্যুতের কথায়, ‘‘এই পাঁচটি বিষয়ের বাইরে আর কারও নোবেল পাওয়ার কথা নয়। পরবর্তী কালে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক এগিয়ে আসে। তাদের দেওয়া অর্থেই অর্থনীতিতে একটা পুরস্কার চালু হয়। যার নাম ব্যাঙ্ক অব সুইডেন প্রাইজ ইন ইকনমিক সায়েন্স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। সেটাকে নোবেল পুরস্কার বলা যায় না।’’

বিদ্যুতের এই দাবির শুনে অবশ্য অমর্ত্য সেন কোনও মন্তব্য করেননি৷ উপাচার্যের মন্তব্য সম্পর্কে উল্লেখ করা হলে হাসতে হাসতে বলেন, ‘‘এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।’’ এদিকে, জমি প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন,  ‘‘লিজের বাইরেও আমার বাবা কিছু জমি কিনেছিলেন। তার বাইরে আর কোনও জমি কেনা হয়নি। উনি কোন জমির তথ্য দিচ্ছেন, তা জানার জন্য আগ্রহে রয়েছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =