কর ফাঁকির অভিযোগ অস্কারজয়ী এ আর রহমানের বিরুদ্ধে, নোটিস হাইকোর্টের

কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। আয়কর দফতর তাঁর বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিল আগেই এবার সেই মামলায় নোটিশ পাঠাল মাদ্রাজ হাইকোর্ট। আয়কর দফতর তরফে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবর্ষে ব্রিটেনের লিব্রা মোবাইলের সঙ্গে একটি চুক্তি অনুযায়ী রহমান ৩.৪৭ কোটি টাকা পেয়েছিলেন। ওই সংস্থার এক্সক্লুসিভ রিংটোন এর মিউজিক কম্পোজিং এর জন্য এ আর রহমানের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিল সংস্থা।

তামিলনাড়ু: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। আয়কর দফতর তাঁর বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিল আগেই এবার সেই মামলায় নোটিশ পাঠাল মাদ্রাজ হাইকোর্ট। আয়কর দফতর তরফে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবর্ষে ব্রিটেনের লিব্রা মোবাইলের সঙ্গে একটি চুক্তি অনুযায়ী রহমান ৩.৪৭ কোটি টাকা পেয়েছিলেন। ওই সংস্থার এক্সক্লুসিভ রিংটোন এর মিউজিক কম্পোজিং এর জন্য এ আর রহমানের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিল সংস্থা। চুক্তিতে রহমান প্রাপ্য টাকা ফাউন্ডেশনে সরাসরি পাঠানোর জন্যে বলেছিলেন। এরপর এই বিষয়ে আয়কর দফতর নোটিশ পাঠায় রহমানকে। সেই সূত্রে, খ্যাতনামা সঙ্গীত পরিচালক চেন্নাইয়ের আয়কর দফতরের ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিলেন।

এরপর যদিও চেন্নাইয়ের আয়কর দফতরের প্রিন্সিপাল কমিশনার কর্তৃক ট্রাইবুনালের নির্দেশ খারিজ করে দেওয়া হয়। তারপরেই সেই রায়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে আয়কর দফতর। আদালত তরফে বলা হয়, কোনও ব্যক্তি করযোগ্য আয় শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টেই নিতে পারেন। কর কাটছাঁটের পরে তাঁর সেই অর্থ কোনও ট্রাস্টে ট্রান্সফার করতে পারেন। করযোগ্য আয় কোনও ভাবেই সরাসরি ট্রাস্ট ফাউন্ডেশনকে প্রদান করা যায় না। সেক্ষেত্রে আয়কর আইনের আওতায় চ্যারিটেবল ট্রাস্ট কোনও আয় করতে পারে না নিয়মানুযায়ী।

আয়কর দফতরের বয়ান রেকর্ড করেছে বিচারপতি টি এস শিবাগনানম এবং ভি ভাবানি সুব্বারোয়ানের বেঞ্চ। এরপরেই অস্কারজয়ী সঙ্গীত পরিচালককে নোটিশ পাঠানো হয় আদালত তরফে। বিষয়টি নিয়ে রহমানের ম্যানেজমেন্ট এরপর সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে একটি বিবৃতি পেশ করে। সেখানে বলা হয়েছে, চেন্নাইয়ের আয়কর দফতরের ট্রাইবুনালের রায় রহমানের পক্ষেই ছিল। পাশাপাশি আইনি এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন  ও সহযোগিতা করা হবে বলে জানিয়েছে রহমানের ম্যানেজমেন্ট সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =