পদ্ম ছাপে প্ররোচনা, ভোটারদের মারধরের মারাত্মক অভিযোগ CRPF-এর বিরুদ্ধে

পদ্ম ছাপে প্ররোচনা, ভোটারদের মারধরের মারাত্মক অভিযোগ CRPF-এর বিরুদ্ধে

গোঘাট:  সকাল থেকেই তপ্ত গোঘাট৷ পরিস্থিতি একেবারে তুঙ্গে৷ বোমাবাজি, মৃত্যুর ঘটনার পর সিআরপিএফ–এর বিরুদ্ধে ফের নির্দিষ্ট দলের হয়ে ভোট দেওয়া অভিযোগ উঠল৷ প্রথম দুই দফার ছবি তৃতীয় দফাতেও অব্যাহত৷ এমনকী মারধরের অভিযোগও উঠল সিআরপিএফ-এর বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- বুথের জানলা খুলে EVM নজরদারি! বিস্ফোরক BJP প্রার্থী

ভোট শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ঘটনার ঘনঘটা৷ দিকে দিকে বিভিন্ন ঘটনা৷ তবে তৃতীয় দফাতেও আঙুল উঠল কেন্দ্রীয় বাহিনীর দিকে৷ জানা গিয়েছে, মান্দারাম গ্রামে ভোটারদের মারধর করে সিআরপিএফ-এর জওয়ানরা৷ আনসার নামে এক ব্যক্তিকে মারধর করা হয়৷ প্রথমে পরিচয়পত্র দেখতে চাওয়া হয় তাঁর কাছে৷ দেখানোর পর কোনও কারণ ছাড়াই সিআরপিএফ তাঁকে মারধর করে৷ লাঠির আঘাতে তাঁর হাত ফুলে গিয়েছে৷ হাসপাতালেও যেতে হয় তাঁকে৷ শুধু তাই নয় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জোড়াল অভিযোগ উঠেছে৷ 

আরও পড়ুন- তৃণমূল নেতার বাড়িতে EVM! রিপোর্ট তলব কমিশনের, সাফাই দিলেন সেক্টর অফিসার

আনসারের দাদা বলেন, আমার ভাইয়ের ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়৷ তাঁকে জোড় করে পদ্মফুলে ভোট দিতে বলে সিআরপিএফ৷ কেন নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দিতে বলা হবে, সিআরপিএফ-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় গ্রামবাসীরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মান্দারাম গ্রাম পঞ্চায়েতের এই এলাকা৷ এখানে দুটি বুথ রয়েছে৷ অভিযোগ, এখানে অন্যায় ভাবে ভোটারদের পরিচয়পত্র দেখতে চাইছেন এবং তাঁদের নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা চলছে৷ আর বিরুদ্ধে ভোটাররা প্রতিবাদ করলেই তাঁদের মারধর করছে সিআরপিএফ৷ যা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =