দাদা সৌমেন্দুর গাড়িতে হামলা! অভিযোগ ‘তৃণমূল’ ভাই দিব্যেন্দুর

উত্তপ্ত অধিকারী গড়

কাঁথি: ভোটের প্রথম দিনেই রাজনৈতিক দলগুলির অভিযোগ পাল্টা-অভিযোগে সরগরম বাংলা। প্রথম দফা ভোটের সকাল থেকেই জেলায় জেলায় রাজনৈতিক আবহ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। অশান্তির খবর এসেছে চারিদিক থেকে। আর এই অশান্তির মাঝে মেদিনীপুরের নাম যে সবার উপরেই থাকবে তা আগে থেকেই ছিল প্রত্যাশিত।

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে হামলা, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। ঘটনায় অভিযোগের আঙুল রয়েছে তৃণমূলের দিকে। এদিন সৌমেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, খাতায় কলমে যিনি এখনও রয়েছেন তৃণমূলে, তিনি অভিযোগ করেন, কাঁথিতে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রাম গোবিন্দ দাস চক্রান্ত করে তাঁর বিজেপি দাদার গাড়িতে হামলা চালিয়েছেন।

এই হামলায় সৌমেন্দু অধিকারীর কোনো আঘাত না লাগলেও, তাঁর গাড়ির চালক আহত হয়েছেন বলেই শোনা যাচ্ছে। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। গেরুয়া নেতা সৌমেন্দু অধিকারীর অভিযোগের বয়ানও সামনে এসেছে। তিনি জানিয়েছেন, “তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রাম গোবিন্দ দাস এবং তাঁর স্ত্রীর নেতৃত্বে কাঁথির তিনটি বুথে রিগিং চলছিল। আমি হাজির হওয়ায় তাঁদের কাজে বাঁধা পড়ে। তাই ওরা আমার গাড়িতে হামলা করেছে আর আমার ড্রাইভারকে মেরেছে।” উল্লেখ্য আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামের মোট ৩০ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 11 =