রাতভর চলত নাচ-গান, খেলা, ফের র‌্যাগিংয়ের অভিযোগ খড়্গপুর IIT-তে

রাতভর চলত নাচ-গান, খেলা, ফের র‌্যাগিংয়ের অভিযোগ খড়্গপুর IIT-তে

d72fb18936d1c3ddaf74d7cc17b6ce14

খড়্গপুর: আরও একবার প্রশ্নের মুখে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি৷ গত বছরের ঘটনা৷ এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ঝড় উঠেছিল সেখানে৷ এই এক বছরে ছাত্রদের নিরাপত্তা কতটা নিশ্চিত হয়েছে? সেই প্রশ্ন উঠল র‌্যাগিংয়ের অভিযোগের মধ্যে দিয়ে। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে সেই অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি। অভিযোগকারী কে? সেই পড়ুয়ার নামও নেই।

জানা গিয়েছে, খড়্গপুর কাণ্ডে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ এবং পশ্চিমবঙ্গের র‌্যাগিং আইনে মামলা রুজু করা হয়েছে৷ তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত৷ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি-র তরফে আইআইটি কর্তৃপক্ষকে একটি ই-মেইল পাঠানো হয়। অ্যান্টি র‌্যাগিং-এর পোর্টালে আইআইটি-র কোনও পড়ুয়াই র‌্যাগিং-এর অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আইআইটি কর্তৃপক্ষকে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠি পেয়েই নড়েচড়ে বসে আইআইটি কর্তৃপক্ষ৷ খড়্গপুর টাউন থানায় মামলা রুজু করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *