ICCU-তে শিশুদের জন্য বরাদ্দ বেডে কালীঘাটের কাকু! SSKM-এ শোরগোল

ICCU-তে শিশুদের জন্য বরাদ্দ বেডে কালীঘাটের কাকু! SSKM-এ শোরগোল

kalighater kaku

কলকাতা: দীর্ঘ দিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ তাঁর চিকিৎসা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। আদালতের নির্দেশিকাতেও এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সামনে এল বিস্ফোরক অভিযোগ৷ জানা গেল, শিশুদের জন্য বরাদ্দ বেডে রাখা হয়েছে কালীঘাটের কাকুকে। কার্ডিওলজির আইসিসিইউয়ে শিশুদের জন্য বরাদ্দ শয্যায় রয়েছেন নিয়োগ দুর্নীতি মমালায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র৷ 

এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে ১৮, ১৯ এবং ২০ নম্বর বেড হৃদরোগের সমস্যায় আক্ররাান্ত শিশুদের জন্য বরাদ্দ রয়েছে। তার মধ্যে ১৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন কাকু। এই খবর সামনে আসতেই শোরগোল বেধেছে৷ 

শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা ছিল। সেইমতো সাতসকালেই এসএসকেএমে চলে আসেন ইডির আধিকারিকরা৷ তখনই জানা যায়, বুকে ব্যথা শুরু হয়েছে কাকুর৷ সঙ্গে সঙ্গে তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। কিন্তু, তাঁর জন্য যে বেডটি বরাদ্দ করা হয়, সেটি শিশুদের৷ এই ঘটনায় হতবাক এসএসকেএমের কর্মীরাও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =