ব্রেকিং: করোনা কোপে স্থগিত PSC-র সমস্ত নিয়োগ পরীক্ষা

ব্রেকিং: করোনা কোপে স্থগিত PSC-র সমস্ত নিয়োগ পরীক্ষা

কলকাতা: গোটা বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়েছে৷ লাফিয়ে বাড়ছে আতঙ্ক৷ প্রভাব পড়েছে ভারতেও৷ পিছিয়ে নেই বাংলা৷ বিলেত ফেরত নবান্নের পদস্থ আমলাপুত্রের শরীরে মিলেছে করোনা৷ ফলে, আতঙ্ক বেড়েছে বাংলায়৷ দেশে জারি হয়েছে চরম সতর্কতা৷ CBSE-র দশম ও দ্বাদশ, ICSE-র দশম, ISC দ্বাদশ, IIT জয়েন্ট পরীক্ষা বাতিল হয়েছে৷ দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ উপস্থিতি কমানো হচ্ছে৷ করোনার জেরে দফায় দফায় বিধিনিষেধ জারি হয়েছে৷ এবার করোনা কোপে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে স্কুল পাবলিক সার্ভিস কমিশনে সমস্ত নিয়োগ পরীক্ষা৷

জানা গিয়েছে, আগামী ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত একাধিক শূন্যপদে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা ছিল পাবলিক সার্ভিস কমিশের৷ কিন্তু, পূর্ব নির্ধারিত সমস্ত  পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন৷ স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা ফের কবে নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি৷ পরবর্তী সময়ে পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা সূচি জানিয়ে দেবে বলেও ঘোষণা করা হয়েছে৷

যদিও এর আগে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে কমিশনের চেয়ারম্যানকে মেল করেন PSC দুর্নীতি মুক্ত মঞ্চের নেতৃত্ব৷ মঞ্চের তরফে জানানো হয়, এই মুহূর্তে রাজ্যে বেকারত্বের যন্ত্রণা কোরনার মতো অবস্থা দেখা দিয়েছে৷ করোনা রুখতে গুচ্ছ বিধিনিষেধ জারি হয়েছে৷ ফলে, তারাও চান, আগামী ২২, ২৩, ২৮ ও ২৯ মার্চ পিএসসির মাধ্যমে সমস্ত নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন করা হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 10 =