এক দফায় ভোট চায় TMC, আপত্তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে, কমিশনকে জানাল শাসক দল

এক দফায় ভোট চায় TMC, আপত্তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে, কমিশনকে জানাল শাসক দল

কলকাতা: সামনেই লোকসভা ভোট৷ সম্ভবত আগামী সপ্তাহেই ভোট ঘোষণা৷ এই আবহে সোমবার রাজ্যে এসে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ওই বৈঠকে এক দফায় ভোট করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ২০১৯ সালে রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হয়েছিলে৷ রাজ্যের শাসক শিবিরের দাবি, বিজেপিকে সুবিধা দিতেই সাত দফায় নির্বাচন করা হয়েছিল। এবার এক দফায় ভোট হোক৷ এর জন্য যত বাহিনী আনতে হবে আনা হোক৷ 

কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদী-শাহদের সুবিধা দেওয়ার জন্য সাত দফায় কেন ভোট হবে? আমরা এর বিরোধিতা করছি।” তিনি আরও বলেন, রাজ্যে সিআইএসএফ আনা হয়েছে৷ মানুষ ভয় পাচ্ছে৷ ভোট দিতে বেরচ্ছে না। কল্যাণের দাবি, বিজেপি নেতাদের পিছনে পিছনে দৌড়চ্ছে সিআইএসএফ৷ মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে৷ বলা হচ্ছে, পদ্মে ভোট দিতে হবে। ওরা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =