করোনা: রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশ

করোনা: রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশ

নয়াদিল্লি: করোনা আতঙ্কে বেসামাল গোটা বিশ্ব৷ ভারতে চিনা ভাইরাসের প্রভাব খুব বেশি না পড়লেও আতঙ্ক ছড়িয়েছে গোটাদেশজুড়ে৷ আর এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যেই দিল্লিতে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির আপ সরকার৷ এবার সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷

করোনা আতঙ্কের জেরে দিল্লিতে সমস্ত সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে দিল্লি সরকার৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমাহলের দরজা বন্ধ রাখার বিজ্ঞপ্তিও জারি হয়েছে৷ এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা সংক্রমণ রুখতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন৷ একটি স্কুলে করোনা ভাইরাস ছড়িয়েছে, এই আতঙ্কের পর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি বন্ধের নির্দেশ দিল্লির সরকার৷ আজ নতুন করে আরও  এক জনের দেহে করনা সংক্রমনের রিপোর্ট পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর৷ আর তারপরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ রাখা হবে৷ একইসঙ্গে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি সরকার৷ যাতে করনা সংক্রমণ রোখা যায়৷ তার জন্যই এই ব্যবস্থা বলে সরকারের তরফে জানানো হয়েছে৷

অন্যদিকে, করোনা ভাইরাসকে বিশ্বজুড়ে মহামারীর ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ ঘোষণার পরই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার৷ চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে আইপিএল টুর্নামেন্ট নিয়ে৷ ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ দর্শকশূন্য করারও ঘোষণা করা হয়েছে৷ একইসঙ্গে আইএসএলের ফাইনাল ম্যাচ দর্শকশূন্য করার ঘোষণা হয়েছে৷ ১৮ তারিখ ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দর্শকশূন্য করার কথা জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =