কলকাতা: নতুন অর্থবর্ষের শুরুতেই ভূরি ভূরি ছুটি ব্যাঙ্ক কর্মীদের৷ শুধুমাত্র এপ্রিল মাসেই ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন৷ দ্বিতীয় সপ্তাহে মিলবে টানা ৪ দিন ছুটি৷ নতুন অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ছুটির যে তালিকা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ভরপুর ছুটি রয়েছে চলতি সপ্তাহে৷ অনেক রাজ্যে তো আবার মাত্র ৩ দিন খোলা থাকবে ব্যাঙ্ক৷ আগে থেকে ছুটির দিন জানা না থাকলে সমস্যায় পড়বেন গ্রাহকরা।
মঙ্গলবার ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ব্যাঙ্কের ছুটি৷ এই দিন গুড়ি পড়োয়া, তেলুগু নববর্ষ এবং প্রথম নবরাত্রি উপলক্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, গোয়া ও জম্মু কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
চলতি সপ্তাহের তৃতীয় দিন, অর্থাৎ ১০ এপ্রিল কেরালায় ছুটি থাকবে ব্যাঙ্ক। রমজান উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছে। যদিও সারা দেশে ইদ উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। ওই দিন আবার কিছু কিছু রাজ্য যেমন- চণ্ডীগড়, সিকিম, কেরালা ও হিমাচল প্রদেশে ব্যাঙ্কে কাজ চলবে। বৃহস্পতিবার ইদ-উল-ফিতর উপলক্ষে ব্যাঙ্কের কাজ হবে না।
এর পর ১৩ এপ্রিল ফের ছুটি৷ সপ্তাহের দ্বিতীয় শনিবার হওয়ায় এদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ পরের দিন রবিবার ১৪ এপ্রিল৷ রবিবার এমনিতেই ছুটি থাকে ব্যাঙ্কে। হিসাব বলছে, প্রায় ৮টি রাজ্যে সপ্তাহে মাত্র তিন দিন ব্যাঙ্ক খোলা থাকছে৷ সপ্তাহে চার দিনই ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা।
ব্যাঙ্কের শাখায় গিয়ে গ্রাহকেরা কাজ করতে না পারলেও ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। সেটা না চাইলে ছুটির তালিকা দেখে নিয়ে আগে ভাগেই ব্যাঙ্কে গিয়ে কাজ সারতে হবে৷ ছুটির দিনে এটিএম বন্ধ থাকবে না, অনলাইনে টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রেও সমস্যা নেই৷