কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় ফের নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকালে নবান্নের সভাঘরে এই বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি-বেসকারি হাসপাতাল কর্তৃপক্ষকে৷
অন্যদিকে, করোনা সতর্কতায় রাজ্যে আপাতত বন্ধ আধার সেন্টার৷ করোনা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূল৷ যদিও রাজ্য বিধানসভায় বিরোধীদের তরফেও করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল৷ কিন্তু, তার আগেই মুলতবি হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা৷
করোনায় কী করণীয়? তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ কাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে৷ মুখ্যমন্ত্রীও ওই ভিডিও কনফারেন্সে থাকবেন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, করোনা মোকালিয়া পরিকাঠামো খতিয়ে দেখতে আজ বিকালে রাজ্যের সমস্ত সরকারি-বেসকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা প্রতিরোধে কী কী ব্যবস্থা নিতে হবে, কীভাবে তা প্রতিরোধ করা যাবে, তা নিয়েও হতে পারে আলোচনা৷