রাজনীতিতে খিলাড়ি? চমক দিয়ে লোকসভা ভোটে চাঁদনি চকে বিজেপি প্রার্থী অক্ষয়!

রাজনীতিতে খিলাড়ি? চমক দিয়ে লোকসভা ভোটে চাঁদনি চকে বিজেপি প্রার্থী অক্ষয়!

 নয়াদিল্লি: দোরগোড়ায় লোকসভা নির্বাচন৷ তার আগে প্রার্থী তালিকায় চমক দিতে মরিয়া রাজনৈতিক দলগুলি৷ জোর গুঞ্জন, এবার রাজনীতির দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সূত্রের খবর, বিজেপি-র টিকিটে লোকসভায় প্রার্থী হতে পারেন ‘খিলাড়ি’৷ দিল্লির চাঁদনি চক কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়াতে পারেন বলে জোর গুঞ্জন৷ রাজীব হরি ওম ভাটিয়া ওরফে অক্ষয় কুমার মোদী ভক্ত বলেই পরিচিত। প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই তাঁকে চাঁদনি চক থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে দল৷ অক্ষয়ের জন্ম ও বেড়ে ওঠা দিল্লির চাঁদনি চক এলাকাতেই। তবে এতদিন তাঁর কাছে কানাডার নাগরিকত্ব ছিল৷ সম্প্রতি ভারতের নাগরিকত্ব ফিরে পেয়েছেন৷ গত বছর স্বাধীনতাদিবসে নিজেই সে কথা জানিয়েছিলেন খিলাড়ি৷ 

এদিকে, শনিবার সকালেই দল ছাড়ার কথা ঘোষণা করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে গৌতমকে টিকিট দিত না বিজেপি। সম্ভবত সেই কারণেই হয়তো দল ছাড়তে চেয়ে জেপি নাড্ডাকে চিঠি পাঠান গম্ভীর। কানাঘুষো, দিল্লিতে তাঁর  আসন থেকেই হয়তো প্রার্থী করা হবে অক্ষয় কুমারকে৷ তাঁকে সামনে রেখে রাজধানীতে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =