বচ্চন পরিবারে অশান্তির ঝড়, এরই মাঝে স্বামী-শ্বশুরের সঙ্গে ঠুমকা ঐশ্বর্যর

বচ্চন পরিবারে অশান্তির ঝড়, এরই মাঝে স্বামী-শ্বশুরের সঙ্গে ঠুমকা ঐশ্বর্যর

aishwarya

মুম্বই: বলিউডে বচ্চনদের প্রতিপত্তি যে এখনও অটুট, তা বেশ স্পষ্ট। বচ্চন পরিবারের সাতকাহন নিয়ে বরাবরই আগ্রহে তুঙ্গে৷ হালফিলে চর্চায় রয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যর সম্পর্ক৷ কানাঘুষো ফাটল ধরেছে তাঁদের দাম্পত্যে৷ তবে তাঁদের অবস্থান ঠিক বোঝা যাচ্ছে না৷ কখনও ভাব, কখনও আড়ি। অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই শুরু হয়েছে বচ্চন পরিবারে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা। এতেই নাকি শ্বশুরবাড়ির সঙ্গে তলানিতে ঠেকেছে ঐশ্বর্যার সম্পর্ক৷ শ্বশুরবাড়ি ছেড়েও নাকি বেরিয়ে গিয়েছেন ‘বচ্চন বহু’। এই সব নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন একসঙ্গে এক মঞ্চে বচ্চন পরিবার৷ 

শুক্রবার ছিল ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। এই স্কুলেই পড়াোনা করেন অভিষেক ও ঐশ্বর্যার একমাত্র কন্যা আরাধ্যা। শাহরুখ-পুত্র আব্রাম, করিনার ছেলে তৈমুর, কর্ণ জোহরের দুই ছেলেমেয়ে যশ আর রুহিও এই স্কুলের পড়ুয়া। শুক্রবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শাহরুখের ছবির হিট গান ‘ওম শান্তি ওম’-এর তালে নাচতে শুরু করেন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। কোমর দোলান সুহানা, আব্রাম, শাহরুখও। তাঁদের সঙ্গে নাচতে দেখা যায় অভিষেক ও রাই সুন্দরীকেও৷ তাঁদের পাশে দাঁড়িয়ে ছিলেন অমিতাভ। ধরা পড়ে এক টুকরো সুখী পরিবারের ছবি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =