মিলেছে লাইসেন্স, শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে হাজির হচ্ছে এয়ারটেল

মিলেছে লাইসেন্স, শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে হাজির হচ্ছে এয়ারটেল

নয়াদিল্লি:  মিলল ভারত সরকারের লাইসেন্স৷ স্যাটেলাইট পরিষেবা দিতে প্রস্তুত ওয়ান ওয়েব (OneWeb)। মনে করা হচ্ছে ভারতে এবার শীঘ্রই এই পরিষেবা নিয়ে আসবে এয়ারটেল।

আরও পড়ুন- সুস্থতা কিঞ্চিৎ কমল, করোনা গ্রাফে দেশের চিন্তা বহাল

ওয়ান ওয়েব মূলত একটি স্পেস স্যাটেলাইট সংস্থা। বিভিন্ন দেশে ইতিমধ্যে তারা ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু করেছে৷ ভারতে এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে  স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে ওয়ানওয়েব। ইতিমধ্যেই এবিষয়ে কাজ শুরু হয়ে গিয়েছে৷ 

কবে থেকে মিলবে এই সুবিধা? 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই ভারতে স্যাটেলাইট পরিষেবা নিয়ে হাজির হবে ওয়ানওয়েব। সংবাদসংস্থা PTI সূত্রে খবর, ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফে ওয়ানওয়েবকে Global Mobile Personal Communication লাইসেন্স দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি জানতে চেয়ে ওয়ানওয়েবকে মেইল পাঠিয়েছিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ কিন্তু, সেই চিঠির কোনও উত্তর মেলেনি৷ প্রযুক্তিবিদরা মনে করছেন, ওয়ান ওয়েব এই লাইসেন্স পাওয়ায় এয়ারটেল  দ্রুত হাই স্পিড ইন্টারনেট সার্ভিস পৌঁছে দেবে। বর্তমানে এয়ারটেলের যে টাওয়ারগুলি রয়েছে সেগুলিও কানেক্ট করা সম্ভব হবে।

২০২০ সালে ভারতী এয়ারটেল এবং ব্রিটিশ  সরকার যৌথভাবে ওয়ানওয়েব সংস্থাকে অধিগ্রহণ করে। এই সংস্থায় ৫০০ মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। ২০২১ সালে ওয়ানওয়েবে বিনিয়োগ করে সফ্টব্যাঙ্ক, হিউস এবং ইউটেলস্যাট৷ চলতি বছরের মাঝামাঝি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রথম স্যাটেলাইটটি পাঠানো হবে খবর৷ 

এর আগে ভারতে স্যাটেলাইট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল এলন মাস্কের স্টার লিঙ্ক।  তবে তারা লাইসেন্স পায়নি৷ ফলে তারা কবে পরিষেবা দিতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে৷