air
নয়াদিল্লি: দেশের অন্যতম দূষিত শহর হিসাবে এমনই নাম রয়েছে দিল্লির৷ ফি বছর উৎসবের মরশুমে রাজধানীর বাতাসে বাড়ে বিষ। নবমীর দিন, দিল্লি ও তার সংলগ্ন আশপাশের অঞ্চলে ন্যাশনাল ক্যাপিটাল রিজন তথা এনসিআর-এ বায়ু দূষণের মাত্রা ছিল মাত্রাতিরিক্ত। শীত আসার আগেই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছিল নবমীর সকাল। দেখা যায় সোমবার রাজধানীতে বায়ুদূষণের মাত্রা ছিল ৩০৬, যা একজন মানুষের স্বাভাবিক জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর।
সাধারণত প্রতিবছর দীপাবলির সময় দিল্লির দূষণের মাত্রা অস্বাভাবিকহারে বেড়ে যায়। এই সময় আবার পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খেতের নাড়া জ্বালানোর ধোঁয়াও এসে মেশে দিল্লির বাতাসে৷ তার উপর দীপাবলি উপলক্ষে রাজধানীজুড়ে চলে বাজির ফোয়ারা৷ আর দুই-এর দাপটে রাজধানীর আকাশে দেখা যায় ধোঁয়াশার পুরু আস্তরণ। এই চিত্রটা অচেনা নয়৷ তবে দীপাবলির আগে নবরাত্রির সময়ে দিল্লিতে দূষণের যে ছবি উঠে এল, তা প্রশাসনের কপালে চিন্তার ভাজ আরও চওড়া করেছে বৈকি৷