আমেদাবাদ: শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের কাউন্ট ডাউন৷ বাকি আর মাত্র ৯৯ দিন৷ কিন্তু ম্যাচ শুরুর আগেই আমদাবাদের হোটেলগুলি ‘ছক্কা’ হাঁকাতে শুরু করল৷ বিশ্বকাপের সাড়ে তিন মাস আগে থেকেই মোদী রাজ্যের হোটেলের এক-একটি ঘরের দাম উঠল ৫০ হাজার টাকা! আগামী দিনে তা আরও বাড়তে পারে বলেই ওয়াকিবহাল মহলের অনুমান। বিলাসবহুল হোটেলগুলিতে সাধারণ সময় যে ঘরগুলির ভাড়া থাকে ৬,৫০০ থেকে ১০,৫০০ টাকার মধ্যে, সেই ঘরগুলির দাম এখনও নাগালের বাইরে৷
এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে৷ রয়েছে ফাইনাল ম্যাচ৷ এছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচও হবে মোদী রাজ্যে। সেই সব ম্যাচ দেখার জন্য এখন থেকেই পরিকল্পনা করছেন ক্রিকেটপ্রেমীরা। সদ্যই প্রকাশি হয়েছে বিশ্বকাপের সূচি৷ এর পর থেকেই হোটেলের ঘর খুঁজতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। যে ভাবে চাহিদার বাড়ছে, তাতে করে ঘর ভাড়াও বাড়ছে চড়চড় করে৷
এক নামী বেসরকারি হোটেলের কর্তার কথায়, “ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে আমদাবাদে। ১৩-১৬ অক্টোবরের জন্যে এখন থেকেই বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের ঘর প্রায় শেষ৷ ম্যাচের দিনগুলিতে হোটেল উপচে পড়বে।” এই হোটেলগুলিতে ভিভিআইপিরাও থাকবেন। তাই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত থাকবে বলেও মনে করা হচ্ছে।
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবে নিউ জিল্যান্ড এবং ইংল্যান্ড। ওই দুই দেশের সমর্থকেরাও এখন থেকেই হোটেলের বুকিং শুরু করে দিয়েছেন। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, প্রতিটি ঘর দিন প্রতি ৫০০ পাউন্ড বা ৫২ হাজার টাকা দাম ফঠেছে। আরও বিলাসবহুল ঘর চাইলে তার দাম এক লক্ষ টাকাও ছাড়িয়ে যাচ্ছে।