কলকাতা: এবারেও ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ পাম অ্যাভেনিউয়ের পাঠভবন স্কুলের বুথে মেয়ে সুচেতনাকে নিয়ে ভোট দিলেন বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য৷ তিনি জানালেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা ও ভোট দিতে না পারায় আক্ষেপের কথা৷
আরও পড়ুন- ৬৭ নম্বর ওয়ার্ডে ভোট লুঠের অভিযোগ, ভোট দিতেই পারলেন না বাম প্রার্থীর পরিবার
২০১৭-র পর এবারেও ভোট দিতে পারলেন না বুদ্ধদেববাবু৷ মীরা ভট্টাচার্য বলেন, ১৭-র পর ২০১৯ এবং ২০২১-এও উনি ভোট দিতে পারেননি৷ উনি একেবারেই শয্যাশায়ী৷ তবে বিছানায় শুয়েই তিনি সমস্ত খোঁজ খবর রাখছেন৷ সিওপিডি থেকে নানা সমস্যার পাশাপাশি চোখ নিয়েও সমস্যা দেখা দিয়েছে৷ মেয়ে সুচেতনা বলেন, এক সময় বাবার সঙ্গে ভোট দিতে আসতাম৷ খারাপ লাগছে৷ তবে বাবার মূল সমস্যাটা হচ্ছে চোখ নিয়ে৷ খুব সামনে গিয়ে না দাঁড়ালে উনি দেখতেই পান না৷ তবে ভোটের খোঁজ খবর সবটাই রাখছেন৷ সুচেতনার কথায়, এখানে ভোট শান্তিপূর্ণ হচ্ছে৷ গিলাম ভোট দিয়ে বেরিয়ে এলাম৷
মীরাদেবী বলেন, আমার ও সুচেতনার সঙ্গে অন্য কথাই বেশি হয়৷ রাজনীতির বাইরে বই নিয়ে রবীন্দ্রনাথ নিয়ে কথা হয়৷ ওঁকে কাগজ ও বই পড়ে শোনাতে হয়৷ তবে এবার একজন গুরুত্বপূর্ণ নাগরিকের ভোট হারাল কলকাতা৷