ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত, গতিবিধির উপর নজর রাখতে করা হবে ভিডিয়োগ্রাফি

ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত, গতিবিধির উপর নজর রাখতে করা হবে ভিডিয়োগ্রাফি

কলকাতা:  ফের কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল৷ বীরভূমে ভোটের আগে এমনই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷ আজ বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ‘নজরবন্দি’ রাখা হবে বীরভূম জেলার সভাপতিকে৷ ২৯ তারিখ ভোট বীরভূমে৷ এর পাশাপাশি অষ্টম দফার ভোটে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ের করা হবে চার জেলায়৷ 

আরও পড়ুন-  হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে সতর্ক কমিশন, গণনার দিন কেন্দ্রে যাচ্ছে ১০০ জওয়ান

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে  ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের করেছে বিরোধীরা৷  কিছুদিন আগেও বিজেপি’র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি৷ যা নিয়েও অভিযোগ জমা পড়ে৷  বারবার তাঁকে নজরবন্দি করার কথা বলা হচ্ছিল বিরোধীদের তরফে৷ এর পরেই আজ অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন৷ বলা হয়েছে, তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর এগজিকুইটিভ ম্যাজিস্ট্রেট৷ সেই সঙ্গে করা হবে ভিডিয়োগ্রাফি৷ এবং ভিডিয়োগ্রাফি যখন করা হবে, তখন তারিখ ও সময় উল্লেখ করা থাকবে৷ ফলে তিনি কখন, কোথায় গিয়েছিলেন সেই সমস্ত তথ্য রেকর্ড করা থাকবে৷ 

আরও পড়ুন- দিল্লির স্মৃতি ফিরল বাংলায়, অক্সিজেন না পেয়ে রামপুরহাটে মৃত্যু ৪ করোনা রোগীর

এদিকে, অষ্টম দফার ভোটে রাজ্যে মোট ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বুথ পাহাড়ায়৷ বীরভূমে থাকবে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ মালদায় ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা উত্তরে ৯৫ কোম্পানি বাহিনী ৷ অন্যদিকে, ১১ হাজার ৮৬০টি বুথ রয়েছে৷ এর মধ্যে বীরভূমে রয়েছে ৩ হাজার ৯০৮টি, মালদায় ২ হাজার ৭৩, মুর্শিদাবাদে ৩ হাজার ৭৯৬ এবং কলকাতা উত্তরে ২ হাজার ৮৩টি বুথ৷ এতদিন ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল৷ এর মধ্যে ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ফিরিয়ে নেওয়া হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =