বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকাকে কুকথায় আক্রমণ, কেউ আবার দিলেন জুড়ে থাকার প্রতিশ্রুতি! ভাঙা-গড়ার খেলায় বরাবরই সরগরম গ্ল্যামার দুনিয়া…

বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকাকে কুকথায় আক্রমণ, কেউ আবার দিলেন জুড়ে থাকার প্রতিশ্রুতি! ভাঙা-গড়ার খেলায় বরাবরই সরগরম গ্ল্যামার দুনিয়া…

একটা সময়ে একে অপরকে চোখে হারাতেন। দুজনের কেমিস্ট্রি মন কেড়েছিল সিনে দর্শকেরও। কিন্তু, পূর্ণতা পায়নি সেই ভালবাসা। বিচ্ছেদ হতে না হতেই প্রাক্তনিকে মাছি কটাক্ষ করেছিলেন অভিনেতা। কথা হচ্ছে, বলিউডের এক সময়ের চর্চিত জুটি সলমন আর ঐশ্বর্যার। ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম সিনেমার সেট থেকেই দুজনের বন্ধুত্ব শুরু… তারপর সেই সম্পর্ক গড়ায় প্রেমে… কিন্তু, সলমন এবং ঐশ্বর্যার ভালবাসার সম্পর্ক বেশি দিন টেকেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে সলমনের দিকে অভিযোগের আঙুল ওঠে। এর পরবর্তী সময়ে ঐশ্বর্যা সলমন প্রসঙ্গে সেইভাবে মুখ না খুললেও বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকাকে বিঁধতে ছাড়েননি অভিনেতা।    

ঐশ্বর্যা অভিনিত ‘গুজ়ারিশ ছবিটি বক্সঅফিসে ব্যবসা করতে পারেনি। সেই ছবি প্রসঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে সলমন বলেন, ‘‘ওই ছবিতে খালি মাছি ঘুরে বেড়াচ্ছিল। কোনও মশাও দেখতে যায়নি ছবিটা। এমনকি একটি কুকুরও ছবিটি দেখতে যায়নি।’’ সলমনের এহেন মন্তব্য সেই সময় চরম বিতর্কের জন্ম দেয়। ঐশ্বর্যাকে ইঙ্গিত করে অভিনেতার মন্তব্য ভাল চোখে দেখেনি অনুরাগীরাও।  

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই উৎসাহ থাকে অনুরাগীদের। এই যেমন হলিউডের অন্যতম জনপ্রিয় পপ তারকা সেলিনা গোমেজ়… তাঁর পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, সবকিছুই যেন জায়গা করে নেয় সংবাদে। এবার ৩ মাসের প্রেম ভেঙে ফের শিরোনামে পপ তারকা…একটা সময় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন সেলিনা। এখন অবশ্য সে সব অতীত!  কয়েক মাস আগে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের প্রাক্তন সদস্য জ়েইন মালিকের সঙ্গে নাম জড়ায় তাঁর। তবে শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি চিড় ধরেছে সেই সম্পর্কে। গায়িকার সমাজমাধ্যমের পাতা থেকেই মিলেছে প্রমাণ। চলতি বছরের মার্চ নাগাদ শোনা যায়, একে অপরের প্রেমে পড়েছেন জ়েইন ও সেলিনা। নিউ ইয়র্কের রেস্তরাঁর বাইরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় যুগলকে। একে অপরের ঠোঁটে চুম্বনও আঁকেন দুজন। কিন্তু সেই প্রেম টিকল মাত্র ৩ মাস। সম্প্রতি জ়েইনকে ইনস্টাগ্রামের পাতায় ‘আনফলো করেছেন সেলিনা। দিন কয়েক আগে একটি ভিডিয়োয় নিজেকে ‘সিঙ্গল বলেও দাবি করেন তারকা। তাতেই আরও দৃঢ় হয়েছে অনুরাগীদের এই ধারণা… 

জনপ্রিয়তার নিরিখে আজকাল পিছিয়ে নেই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটাররাও। বড় পর্দা, ছোট পর্দা মিলে ইতিমধ্যেই বেশ কিছু কাজ করেছেন কুশা কপিলা। সেলিনার মতো পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এলেন তিনিও। স্বামী জ়োরবার সিং আলুওয়ালিয়ার সঙ্গে ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন কুশা। সমাজমাধ্যমে কুশা নিজেই একথা জানিয়েছেন। নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়ে যৌথ বিবৃতিও দিয়েছেন কুশা ও জ়োরবার। জানিয়েছেন, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা রেখেই সিদ্ধান্ত নিয়েছেন। দাম্পত্য জীবনের ইতি টানলেও পোষ্য মায়ার দায়িত্ব দুজনে ভাগাভাগি করে সামলাবেন বলেও জানিয়েছেন। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুশা ও জ়োরবার। ৬ বছরের সেই সম্পর্কেই ইতি টানলেন যুগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 5 =