করোনার টিকা পরও অ্যান্টিবডি তৈরি হয়নি, সেরাম কর্তার বিরুদ্ধে অভিযোগ

করোনার টিকা পরও অ্যান্টিবডি তৈরি হয়নি, সেরাম কর্তার বিরুদ্ধে অভিযোগ

নয়াদিল্লি: কোভিড ১৯-এর টিকা কোভিশিল্ড নেওয়ার নির্দিষ্ট সময় পরেও শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি না হওয়ার অভিযোগ উঠল৷ এই অভিযোগে সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন লখনউয়ের বাসিন্দা প্রতাপ চন্দ্র।

জানা গিয়েছে, ৮ এপ্রিল সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিড টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ নেন। এরপর সরকারি নির্দেশিকামাফিক ২৮ দিনের মাথায় তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা থাকলেও পরে দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা সরকারের তরফে বাড়িয়ে ৬ সপ্তাহ করে দেওয়া হয়। কিন্তু সেই সময়ের মধ্যে ফের সরকারি সিদ্ধান্ত বদল হয়৷ বর্তমানে দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে ব্যবধান বাড়িয়ে ১২ সপ্তাহ হয়েছে। প্রতাপ চন্দ্র বলেন, প্রথম ডোজ নেওয়ার পরে শরীরে কিছু সমস্যা হওয়ায় সরকারের অনুমোদিত একটি ল্যাবরেটরি থেকে কোভিড অ্যান্টিবডি জিটি পরীক্ষা করেন৷ তিনি দাবি করেন, বিভিন্ন সময় বারবার সংবাদমাধ্যমের সামনে আইসিএমআর ডিরেক্টর বলরাম ভার্গব দাবি করেছেন, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পরই শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু প্রতাপ চন্দ্রের অভিযোগ, ‘টিকার প্রথম ডোজ নেওয়ার পরে সংক্রমণ থেকে মুক্ত তো হইনি, বরং সংক্রমিত হয়ে গিয়েছি। আমার প্লেটলেট কাউন্ট কমে অর্ধেক হয়ে গিয়েছে।’

করোনা মোকাবিলার জন্য টিকা নিয়েও অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সেরামের সিইও সহ ড্রাগ কন্ট্রোল জেনারেলের ডিরেক্টর তথা স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম অধিকর্তা লব আগরওয়াল, আইসিএমআর ডিরেক্টর বলরাম ভার্গব, ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর অপর্ণা উপাধ্যায়ের নামে লখনউয়ের আশিয়ানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশে লিখিত অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, এই করোনা আবহে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে৷ এহেন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পিছিয়ে যাওয়ার পাত্র নন প্রতাপ চন্দ্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুলিশ মামলা রুজু না করলে তিনি আদালতের দরজায় গিয়ে দাঁড়াবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =