জন্মের পরেই মুখ ফিরিয়েছিল বাবা-মা, নতুন পরিবার পেল ছোট্ট কলি

জন্মের পরেই মুখ ফিরিয়েছিল বাবা-মা, নতুন পরিবার পেল ছোট্ট কলি

কোচবিহারঃ জন্মেই একরত্তিকে হাসপাতালে ফেলে পালিয়েছিল ‘মা’! হাসপাতালের নার্সদের আদর-ভালবাসায় বেড়ে উঠছিল একটু একটু করে… সেই কলি এবার পাড়ি দিল সুদুর আমেরিকায় বিদেশি বাবা-মা, নতুন ঠিকানা পেল কোচবিহারের কলি। সরকারি নিয়ম মেনে কলিকে দত্তক নিয়েছেন মার্কিন দম্পতি জেমিয়া জোসেস এসিজ ও সারা ইনস এসিজ। সোমবার তাঁদের হাতেই তুলে দেওয়া হয় ছোট্ট শিশুকে।

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর, বছর তিনেক আগে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের বাইরে কলিকে ফেলে দিয়ে চলে যায় তার বাবা-মা। সদ্যোজাতকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। ৭ মাস বয়স পর্যন্ত, হাসপাতালের নার্স, চিকিৎসাকর্মীদের কোলেপিঠে করে বেড়ে উঠেছে। তাঁরাই ওই ছোট্ট শিশুর নাম রাখেন কলি। 

এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে কলির জায়গা হয় বানেশ্বরের স্পেশালিস্ট অ্যাডাপশন এজেন্সি। কলির বয়স এখন ৩ বছর। সেই এজেন্সি থেকেই নতুন বাবা-মাকে খুঁজে পেল অনাথ এই শিশু।  

কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ দফতরের অধীনে থাকা সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথোরিটির মাধ্যমে আমেরিকার ওয়াশিংটনের এই চিকিৎসক দম্পতি অনলাইনে এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। কলিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আবেদন জানান। তারপরেই শুরু হয় হস্তান্তরের প্রক্রিয়া। 

জন্ম থেকে যে ‘অনাথ’ শব্দটা জুড়েছিল নামের সঙ্গে, সেই কলি পেল নিজের পরিবার। এবার নতুন বাবা-মায়ের পরিচয়ে মার্কিন মুলুকে বেড়ে উঠবে কোচবিহারের কলি… সোমবার কোচবিহারে এসে ছোট্ট কলিকে কোলে তুলে নিলেন বিদেশি দম্পতি।

দত্তক আইন অনুযায়ী মার্কিন দম্পতির হাতে তুলে দেওয়া হয় কলির দায়িত্ব। গত  ৮ মে, কোচবিহার জেলাপ্রশাসনের কর্তাদের উপস্থিতিতে পাকাপাকিভাবে মার্কিন দম্পতির হাতে কলিকে তুলে দেওয়া হয়। অভিভাবকের দায়িত্ব পেয়ে তাঁরা খুশি বলেই জানান।

জেলার শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাসিস চৌধুরী জানান, অনলাইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করেছিলেন এই চিকিৎসক দম্পতি। চারমাস পর দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এমন ঘটনা অবশ্য কোচবিহার জেলায় নতুন নয়। এর আগে ২০১৮ সালের ৯ জুলাই, ইতালির এক দম্পতি দত্তক নিয়েছিল আরও এক অনাথ শিশুকে। সেই শিশু এখন ভালভাবেই বেড়ে উঠছে তার নতুন পরিবারের সঙ্গে। এবার অনাথ কলি পেল নতুন পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =