শুভেন্দুর পথেই রাজীব? এক পোস্টারে ২ ‘দাদা’র ছবি ঘিরে জল্পনা

শুভেন্দুর পথেই রাজীব? এক পোস্টারে ২ ‘দাদা’র ছবি ঘিরে জল্পনা

হাওড়া: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা৷ এবার সেই উত্তেজনার পারদ চড়িয়ে একই পোস্টা দেখা দিল দুই ‘দাদা’র ছবি৷ সাতসকালে হাওড়ার রামরাজাতলায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷

মন্ত্রিত্ব ছাড়ার আগে থেকেই গোটা বাংলাজুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার ঘিরে তৈরি হয়েছিল জল্পনা৷ ‘দাদার অনুগামীদের’ পোস্টার বাংলার রাজনৈতিতে তৈরি করেছিল নতুন অধ্যায়৷ সম্প্রতি রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও বেশ কিছু পোস্ট পড়তে দেখা গিয়েছে৷ তবে, এদিন পৃথক-পৃথক পোস্টা দেখা দিলেও এই প্রথম ‘দু’দাদা’র ছবি-সহ পোস্টার ঘিরে নতুন করকে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা৷ দলীয় প্রতীক ছাড়াই রামরাজাতলায় শুভেন্দু ও রাজীবের ছবি সম্বলিত ব্যানার ভোটের বাজার যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

সম্প্রতি নানান কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দুর৷ ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্বসহ একাধিক পদ৷ আচমকা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারির এই অবস্থান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ সম্প্রতি দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুর মতো রাজীবও অরাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে তৃণমূল নেতৃত্বকে কার্যত তুলোধনা করেছেন৷ বর্তমানে ‘স্তাবকতা’দের গুরুত্ব বাড়ছে বলেও সরাসরি অভিযোগ করেছিলেন রাজীব৷ ‘যত মত তত পথ’ বলে শুক্রবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷

এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা৷ তাহলে তিনিও কি দাদার মতো মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন? তুঙ্গে জল্পনা৷ এমনিতেই শিবপুরে রামরাজাতলা এলাকায় বিধায়ক জটু লাহিড়ী পিকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন৷ কোনা এক্সপ্রেসওয়ে থেকে ডোমজুড়, ফাঁসিতলা-সহ বিভিন্ন এলাকায় বনমন্ত্রীর ছবি-সহ পোস্টার পড়ে৷ এবার দুই দাদার ছবি-সহ লেখা, ‘‘আমরা দাদার অনুগামী, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 16 =