প্যারোলে ছাড়া পেয়েই সৎসঙ্গের আয়োজন করলেন রাম রহিম, যোগ দিলেন হরিয়ানার ডেপুটি স্পিকার!

প্যারোলে ছাড়া পেয়েই সৎসঙ্গের আয়োজন করলেন রাম রহিম, যোগ দিলেন হরিয়ানার ডেপুটি স্পিকার!

নয়াদিল্লি:  সদ্যই প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি৷ আর ছাড়া পেয়েই বিতর্কে জড়ালেন ধর্ষণের অপরাধী স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিং। ডেরা সাচা সৌদা প্রধানকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দিল্লির মহিলা কমিশন (ডিসিডব্লিউ)-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। একই সঙ্গে হরিয়ানা সরকারের নিন্দাও করেছেন তিনি। সমালোচনার মাঝেই মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘এতে সরকারের কোনও ভূমিকা নেই। কোনও অভিযুক্ত জামিন পাবে কি পাবে না, সেটা নির্ধারণ করে আদালত৷ এর চেয়ে বেশি কিছু বলচে চাই না।’’

আরও পড়ুন- ‘আভি তো ম্যায় জওয়ান হু!’ ৮৯ বছরের স্বামীর যৌন খিদে মেটাতে নাজেহাল স্ত্রী গেল পুলিশের কাছে

এদিকে স্বাতীর বক্তব্য, ‘‘রাম রহিম একজন ধর্ষক এবং খুনি। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে৷ অথচ হরিয়ানা সরকার ইচ্ছা মতো তাকে প্যারোলে মুক্ত করে। জেল থেকে বেরিয়েই ও সৎসঙ্গের আয়োজন করেছে৷ আর সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন হরিয়ানা সরকারের ডেপুটি স্পিকার এবং মেয়র৷’’ স্বাতীর দাবি, গুরমিতের সৎসঙ্গে  হাজির হয়েছিলেন একাধিক রাজনৈতিক নেতা৷ যাঁরা সকলেই তাঁর ভক্ত। হরিয়ানা সরকারের কাছে তাঁর আবেদন, গুরমিতের প্যারোল বাতিল করে তাঁকে জেলে পাঠানো হোক৷