২১ ঘণ্টার তল্লাশি শেষে ৩টি ট্রলি ও ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে প্রসন্নর অফিস থেকে বেরল ED

২১ ঘণ্টার তল্লাশি শেষে ৩টি ট্রলি ও ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে প্রসন্নর অফিস থেকে বেরল ED

ed

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। হানা দেন জামিনে মুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ফ্ল্যাট, বাগানবাড়ি ও অফিসে৷ এই প্রসন্ন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ প্রসন্নর ফ্ল্যাট ও বাগানবাড়িতে বেশ কিছুক্ষণ তদন্ত চালানোর পর সেখান থেকে চলে গেলেও, প্রায় ২১ ঘণ্টা ধরে তাঁর নিউটাউনের অফিসে তল্লাশি চালান ইডির তদন্তকারীরা।

তদন্তের শেষে তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে কাগজপত্র নিয়ে বেরন ইডি-র অফিসাররা। জানা গিয়েছে, প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে বেশ কিছু ব্যাঙ্কের পাস বই৷ গতকাল সন্ধ্যা আটটা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে অফিসে আসেন প্রসন্ন রায় ও তাঁর স্ত্রী কাজলি সোনি রায়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। অফিসের কর্মচারীদের সঙ্গেও কথা বলেন ইডি-র গোয়েন্দারা। যদিও, সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তাঁরা কেউই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =