করোনায় নাকাল দেশ, হৃদয়ের স্পর্শে ভারতীয়দের পাশে থাকার বার্তা আফগানদের

করোনায় নাকাল দেশ, হৃদয়ের স্পর্শে ভারতীয়দের পাশে থাকার বার্তা আফগানদের

কাবুল:  সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত৷ এই পরিস্থিতিতে মিলেছে আন্তর্জাতিক মহলের সমর্থন ও ভালোবাসা৷ এবার ভারতের প্রতি সৌভ্রাতৃত্বের ছোঁয়া পরশি আফগানের৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷ যেখানে আফগান নাগরিকরা বলছেন, এই কঠিন সময়ে ভারতীয়রা একা নন, পাশে আছেন তাঁরা৷ উজার করে দিয়েছেন তাঁর ভালোবাসা৷ আক্রান্ত ভারতীয়দের জন্য প্রার্থনাও জানিয়েছেন তাঁরা৷ 

আরও পড়ুন- পাশে পুতিন, রাশিয়া থেকে ভারতে পৌঁছল কোভিড সরঞ্জাম

মানবাধিকার কর্মী থেকে শুরু করে অ্যাথলেটস, দোকানদার, সাধারণ আফগান নাগরিক একত্রে মিলিত হয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন৷ যেখানে এই কঠিন সময়ে তাঁরা তাঁদের সমর্থন উজার করে দিয়েছেন৷ বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর হার৷ আফগান ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্ল্যাকার্ড হাতে বার্তা দিচ্ছেন পরশি দেশের নাগরিকরা৷ সেখানে লেখা রয়েছে ‘‘তোমরা আমাদের হৃদয়ে আছো৷’’ কোথাও আবার লেখা ‘‘তোমরা আমাদের প্রার্থনায় আছ৷’’ নেট দুনিয়ায় শুরু হয়েছে #WeAreWithYouIndia ক্যাম্পেন৷ এই হৃদয়গ্রাহী ভিডিয়োতে বলা হয়েছে, ‘‘সহনশীলতার সঙ্গে আপনারা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন৷ এই সঙ্কটের মুহূর্তে আফগানরা আপনাদের সঙ্গে আছে৷’’ 

আরও পড়ুন- সদ্যোজাতের আগমনে আতসবাজি জ্বালিয়ে উৎসব, ভূমিকম্পের মতো কাঁপল শহর

উল্লেখ্য বিষয় হল, শুধু আফগান নয়, সোশ্যাল মিডিয়ায় ভারতের জন্য প্রার্থনায় সামিল হয়েছে আরও এক প্রতিবেশী দেশ পাকিস্তান৷ অনলাইনে ‘#PakistanStandsWithIndia’ নামে শুরু হয়েছে ক্যাম্পেন৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশও৷ করোনা মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =