ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের টিভিতে ভেসে উঠল পর্ন ছবি! তীব্র শব্দে শোনাই গেল না ঘোষণা!

ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের টিভিতে ভেসে উঠল পর্ন ছবি! তীব্র শব্দে শোনাই গেল না ঘোষণা!

পাটনা: প্ল্যাটফর্মে তখন ঠাসা ভিড়৷ যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রেনের অপেক্ষায়৷ কেউ একা, কেউ আবার পরিবারের সঙ্গে অপেক্ষা করছেন৷ কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তা শোনার জন্য কান রয়েছে ঘোষণার দিকে৷ অনেকেই আবার তাকিয়ে রয়েছেন টিভির স্ক্রিনের দিকে৷ এমন সময় আচমকাই টিভিতে চলতে শুরু করল নীল ছবি৷ প্রায় তিন মিনিট ধরে তারস্বরে চলল ভিডিয়ো৷ শিৎকারে ঠিক মতো শোনা গেল না ঘোষণাই৷ এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷ 

আরও পড়ুন- স্ত্রীই নাকি বোন! ছয় বছর সংসারের পর রহস্য ফাঁস!

ঘটনাস্থল বিহারের পাটনা৷ ঘড়ির কাটায় তখন সাড়ে ন’টা হবে৷ রবিবার ছুটির দিন৷ তাই অফিসযাত্রীদের তাড়া ছিল না৷ কিন্তু, যাত্রীর সংখ্যাও নেহাত কম নয়৷ এমন সময় ১০ নম্বর প্ল্যাটফর্মে একের পর এক স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিয়ো৷ প্রায় তিন মিনিট ধরে সেটা চলল৷ যা দেখে তখন চরম অপ্রস্তুত যাত্রীরা৷ টিভিতে দেখানো সেই দৃশ্য ভাইরাল নেটপাড়ায়৷ 

গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়। সাধারণত এই ধরণের বিজ্ঞাপনগুলি কোন একটি এজেন্সির মাধ্যমে চালানো হয়৷ রেলের তরফে জানানো হয়েছে, ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভিতে বিজ্ঞাপনের দায়িত্বে রয়েছে ‘দত্ত কমিউনিকেশন’ নামে একটি সংস্থা। বিজ্ঞাপন কিংবা জনসচেতনতামূলক প্রচারের পরিবর্তে কীভাবে অশ্লীল ভিডিয়ো চলানো হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে রেল। মোটা অঙ্কের জরিমানাও হতে পারে এই সংস্থার৷