বাপ্পাদিত্য ও দেবরাজের বাড়ি থেকে উদ্ধার অ্যাডমিট কার্ড, সিবিআই

বাপ্পাদিত্য ও দেবরাজের বাড়ি থেকে উদ্ধার অ্যাডমিট কার্ড, সিবিআই

admit card

কলকাতা: তৃণমূল কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার চাকরির অ্যাডম কার্ড৷ মিলেছে চার-পাঁচজন প্রার্থীর চাকরি বদলি সংক্রান্ত নথিও৷ তেমনটাই সিবিআই সূত্রে দাবি৷ শুধু দেবরাজই নয়, তৃণমূলের অপর কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রচুর অ্যাডমিট কার্ড৷ অ্যাডমিট কার্ডে নাম থাকা কোনও প্রার্থী চাকরি পেয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে সিবিআই৷

গত বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণ ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই৷ উদ্ধার হওয়া সমস্ত নথি এক জায়গায় করে চলছে খতিয়ে দেখার কাজ৷ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়ি থেকে প্রচুর পরিমাণে অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে৷ একজন কাউন্সিলরের বাড়িতে কী ভাবে এত পরিমাণে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড এল, সেই প্রশ্ন তুলেছে সিবিআই৷ শুধু অ্যাডমিট কার্ডই নয়, উদ্ধার হয়েছে বেশ কিছু সুপারিশ পত্রও৷ সিবিআই সূত্রে খবর, প্রাথমিক ছাড়াও এসএসসি-র পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও উদ্ধার হয়েছে৷ বিভিন্ন সরকারি পরীক্ষার ১৪-১৫টি অ্যাডমিট কার্ড মিলেছে৷ উদ্ধার হয়েছে ১০০ পাতার নথি৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই সিবিআই-এর ব়্যাডারে ছিলেন বাপ্পাদিত্য৷ তার বাড়িতে হানা দিয়েই উদ্ধার হয় অ্যাডমিট কার্ড৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =