ভর্তির কাটঅফ কমিয়ে ‘শূন্য’ করা হোক! আর্জি উচ্চ শিক্ষিত চিকিৎসকদেরই

ভর্তির কাটঅফ কমিয়ে ‘শূন্য’ করা হোক! আর্জি উচ্চ শিক্ষিত চিকিৎসকদেরই

3 stocks recomended

admission

কলকাতা: ভারতে ডাক্তারি শিক্ষার চূড়ান্ত ধাপ ডিএম, এমসিএইচ এবং সমতুল সুপারস্পেশালিটি পাঠ্যক্রমে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতামান হল এমডি-এমএস পাশ। কিন্তু দাবহি উঠেছে, নিট সুপারস্পেশালিটি বা নিট এসএস-এর মাধ্যমে ডিএম, এমসিএইচ-এর মতো শীর্ষ ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির যোগ্যতামান ‘শূন্য’ করে দেওয়া হোক! এই দাহিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

কাট অফ নম্বর সর্বোচ্চ কমানোই নয়, একেবার শূন্য পার্সেনটাইল পর্যন্ত নামানোর পক্ষে তাঁদের যুক্তি হল- প্রথমত, দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং শেষেও দেশজুড়ে ৪০০ মূল্যবান সুপারস্পেশালিটি ডাক্তারি আসন খালি। দ্বিতীয়ত, এর আগে নিট পিজি ২০২৩-এর পাঠ্যক্রমে ভর্তির যোগ্যতামান কমিয়ে শূন্য পার্সেনটাইল করেছিল সরকার। তার আগে ২০২১ সালের নিট এসএস-এর সময়ও কাট অফ কমিয়ে শূন্য করা হয়েছিল। তাই এবারও ন্যূনতম কাট অফ প্রয়োজনে জিরো পার্সেনটাইলেও নামিয়ে দেওয়া হোক। এছাড়া তাঁদের দাবি, আরও একটি পর্বের কাউন্সেলিং করা হোক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =