sea bathing
দিঘা: শীতের আমেজ ফুরিয়ে এখন বেশ গরম গরম ভাব৷ ফ্যান চলছে শহরে৷ তবে ভ্রমণপিপাসু মানুষেরা শীত-গ্রীষ্ণের পয়োরা করে না৷ মন চাইলেই বেরিয়ে পড়ে৷ আর বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন দিঘায় তো বারো মাসের ভিড়৷ তবে এবার দিঘায় গেলেও আর চুটিয়ে মজা উপভোগ করা যাবে না৷ দিঘার ঘাটে স্নানে রয়েছে বারণ। দিঘা সমুদ্র বাঁধাই ঘাট ভরেছে নরম সবুজ শ্যাওলায়। সাবধান না হলেই যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে! তাই বিপদ এড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘার এই ঘাটের দিকে তাকালে এক লহমায় মনে হবে যেন সবুজ কার্পেট বিছানো। পর্যটকেরা তার ওপরে দাঁড়িয়েই সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে সেল্ফি তুলতে ব্যস্ত৷ সেখানেই লুকিয়ে বিপদ। একবার আছাড় খেলেই সর্বনাশ। সোজা বিচের নীচের দিকে গড়িয়ে বড় বড় পাথরের চাঁইতে ধাক্কা খেতে হবে।
স্থানীয়েরা বলছেন, গত তিন বছর ধরে এই শ্যাওলার উৎপত্তি ঘটেছে৷ তবে বারে বারে শ্যাওলার উৎপাত বাড়তে থাকায় ওল্ড দিঘার এক নম্বর এবং দু’নম্বর ঘাটে বিশেষ করে শ্যাওলার উপর হাঁটা ও স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পর্যটকদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই সময়মতো শ্যাওলা পরিষ্কার করা হচ্ছে না।