তিরন্দাজিতে ইতিহাস, প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি

তিরন্দাজিতে ইতিহাস, প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি

কলকাতা: মাত্র ১৭ বছর বয়সে গড়লেন ইতিহাস৷ তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের অদিতি গোপীচন্দ স্বামী। তিনিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে হারিয়ে সেরার শিরোপা মাথায় পড়েন অদিতি। ১৪৯-১৪৭ ব্যবধানে জয়ী হন ভারতের এই তীরন্দাজ। এর আগে জুলাই মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।

শুক্রবার বার্লিনে বিশ্ব তিরন্দাজির মেয়েদের দলগত কমপাউন্ড ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত৷ সোনা জিতেছিল ভারতের মেয়েরা৷ তিরন্দাজির দলগত প্রতিযোগিতাতেও এর আগে কোনও দিন সোনা জেতেনি ভারত৷ ভারতের সেই দলেও ছিলেন অদিতি। তিনি ছাড়াও এই দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পরনীত কৌর। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে মেক্সিকোকে পরাজিত করে। এ বার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন অদিতি।

 

 

 

মাত্র ১১ বছর বয়সে তির ধনুকের খেলা শুরু অদিতির। এই বছরের শুরুতেই ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়ে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়েছিলেন ১৭ বছরের এই তীরন্দাজ। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মহিলা তিরন্দাজ হিসাবে সোনা জিতেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =