রাজ্যে ‘তৃতীয় বিকল্প’ হতে পারে বাম-কং জোট! ব্যাখ্যা দিলেন অধীর

বাংলায় বিজেপি এবং তৃণমূল যোগ্য বিকল্প হতে পারে বাম-কং জোট সরকার।

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট তৃতীয় বিকল্প হতে পারে, এই জোটকে তৃতীয় বিকল্প হিসেবে তুলে ধরতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এক্ষেত্রে তিনি মন্তব্য করেছেন, বাংলায় বিজেপি এবং তৃণমূল যোগ্য বিকল্প হতে পারে বাম-কং জোট সরকার।

বিহার বিধানসভা নির্বাচনে একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। যার কারণে বলা যায় তেজস্বী যাদবের দল ব্যাকফুটে রয়ে গিয়েছে। কংগ্রেসের এই ফল দেখার পর সিপিআইএমএল-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছিলেন, পশ্চিমবাংলায় কংগ্রেসকে ভরসা করা আত্মহত্যা করার সমান হতে পারে। সেই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, বিহারের থেকে বাংলার রাজনৈতিক মহল অনেক আলাদা। এখানে কংগ্রেসের স্ট্রাইক রেট অনেক বেশি ভালো বিহারের তুলনায়। অন্যদিকে, ৩৪ বছর বামফ্রন্ট এই রাজ্যে ক্ষমতায় ছিল। সব মিলিয়ে এই দুই দলের সমন্বয় তৃতীয় বিকল্প হতে পারে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি একাধিক সমীক্ষা তুলে ধরে অধীর দাবি করেছেন, বাংলায় তৃণমূল এবং বিজেপিকে টক্কর দিতে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট ভালো ফল করবে। একইসঙ্গে জানান, একাধিকবার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন, কিন্তু বামেদের সব সময় দ্বিমত রয়েছে, সেই দ্বিমত কাটিয়ে একযোগে লড়তে হবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে।

এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্রোহী তৃণমূল নেতাদের অধীর স্পষ্ট বার্তা দেন, তারা যদি মনে করেন দল ছাড়বেন তাহলে কংগ্রেসের দরজা তাদের জন্য খোলা রয়েছে। এক্ষেত্রে তিনি মনে করিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল এই কংগ্রেস থেকেই। তাই যে সমস্ত নেতারা তৃণমূলের মানিয়ে নিতে পারছেন না, তারা অনায়াসে কংগ্রেসে যোগ দিতে পারেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে অধীর জানান, তৃণমূল দলে এখন গণ ভাঙ্গন চলছে, এই ভাঙ্গন চলতে থাকলে আর কিছু বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তৃণমূল দলটাই উঠে যাবে। অধীরের মতে, কংগ্রেস কর্মীরাই তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড, তাই সার্বিকভাবে দল হিসেবে তৃণমূলের থেকে অনেক বেশি ক্ষমতাশালী কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =