‘মোদীর পচা গলা বাতেলা’, প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণকে তুলোধনা অধীরের

‘মোদীর পচা গলা বাতেলা’, প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণকে তুলোধনা অধীরের

কলকাতা: মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস  উপলক্ষে  লালকেল্লা থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর সেই ভাষণকে ‘পচা’, ‘গলা’ বাতেলার বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মোদীর ভাষণের পরই বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘‘পচা গলা সব পুরনো বাতেলা, আজ ভারতবর্ষ কোথায় চলেছে মোদী সেটা দেখুক।”

 

স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘‘বিগত সরকারের আমলে যে হারে মূল্যবৃদ্ধি ঘটেছিল, তার চেয়ে এখন অবস্থা অনেকটাই ভাল। গোটা বিশ্বের তুলনায় ভারতের পরিস্থিতি অনেক স্থিতিশীল।’ সেই মন্তব্যেপ পরিপ্রেক্ষিতে অধীরের বক্তব্য, “দেশের এক শতাংশ মানুষের হাতেই ৭৩ শতাংশ সম্পদ রয়েছে। ৪৫ শতাংশ যুবক বেকার। ক্ষুধার্থ দেশের তালিকায় বিশ্বে যে ১১৭ টি দেশ হয়েছে, তার মধ্যে ভারতবর্ষ ১০৭ নম্বরে।”  তাঁর প্রশ্ন, “এটাই কি মোদীর উন্নয়ন?” তিনি আরও বলেন, “দেশের মানুষের মাথা পিছু আয় কমছে। মানুষের হতাশা বাড়ছে। বাজারে গিয়ে টমেটো কিনুন, লঙ্কা কিনুন, হিরা আর জিরার দাম সমান করে দিয়েছেন মোদী! শুধু দাঙ্গা করে আর সাম্প্রদায়িক বিভ্রান্তি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।’’

এদিন দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘২০১৪ ও ২০১৯ সালে আপনারা সরকার ফর্ম করেছিলেন বলেই মোদী রিফর্ম করার হিম্মত দেখাতে পেরেছে।’ পাল্টা সাংবাদিক বৈঠকে মণিপুরের জাতিদাঙ্গার প্রসঙ্গ টেনে অধীর বলেন, “উনি মুখে বড় বড় বাতেলা না মেরে ভারতবর্ষের মানুষের দুরবস্থা দেখুন। মণিপুর তাঁর আমলে হল, তাঁর আমলেই সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে। মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। বাণিজ্য পালাচ্ছে বিদেশে, শিল্পপতিরা পালিয়ে যাচ্ছেন। চরম অসাম্যতা চলছে দেশজুড়ে।” দেশের সুরক্ষার প্রশ্নেও মোদী সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন অধীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 13 =