adhir
নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে তাঁকে নিয়ে চর্চার যেন শেষ নেই। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার বিচার করতে গিয়ে যেভাবে তিনি একের পর এক নির্দেশ দিয়েছেন, দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, তাতে তাঁকে কুর্নিশ জানাচ্ছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন তিনি আগামী দিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। যথারীতি বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
ঘটনা হল বেশ কিছু কর্মসূচি উপলক্ষে শনিবার সকালে বহরমপুরে পৌঁছেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার আগেই সাংবাদিক সম্মেলন করে অধীর বলেন,”রাজ্যের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করতে পেরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন যদি হয় আমি কায় মন বাক্যে এই মানুষটাকে ভোট দিতে আগে লাইনে দাঁড়াব। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলে এক নতুন দিগন্ত তৈরি হবে। তাঁর মতো ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাঁদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।”
যে কথা অধীর বলেছেন এমনটা আগে কাউকে বলতে শোনা যায়নি। এটা সকলেই জানেন রাজ্যবাসী বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কোন আসনে আজ বসিয়েছেন। শুধুমাত্র কর্মসূত্রের কারণে কলকাতা হাইকোর্টের এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গতিবিধি সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের দুঃখ কষ্টে বারবার কাতর হয়েছেন তিনি। তাই দুর্ঘটনায় পা হারানো এক তরুণীকে দেখতে ছুটে গিয়েছিলেন আরজি কর হাসপাতালে। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। বারবার দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন। বিভিন্ন সময়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয়ে সকলেই একমত, তিনি সত্যের পথে অবিচল অবস্থান নিয়ে রয়েছেন। আর সেই কারণেই শুধুমাত্র একজন বিচারপতি হিসেবে নন, একজন বড় হৃদয়ের মানুষ হিসেবে তিনি সকলের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। এই পরিস্থিতিতে অধীর চৌধুরী যেভাবে বললেন তিনি আগামী দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, তা নিয়ে নতুন করে যে চর্চা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।