এবারেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি চেয়েছিল তৃণমূল, কিন্তু পারেনি, দাবি অধীরের

এবারেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি চেয়েছিল তৃণমূল, কিন্তু পারেনি, দাবি অধীরের

কলকাতা:  বিধানসভা নির্বাচনেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করতে চেয়েছিল রাজ্যের শাসক দল৷ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা বানচান হয়ে গিয়েছে। এমনটাই দাবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর৷ 

আরও পড়ুন- অগ্নিগর্ভ মানিকতলা, সম্মুখ সমরে সাধন পাণ্ডে ও কল্যাণ চৌবে

মুর্শিদাবাদ জেলায় আজ  অষ্টম তথা শেষ পর্বের নির্বাচন৷  অধীরবাবু বলেন, তৃণমূল এবং প্রশাসনের একটা অংশ অসাধু আঁতাত করে পঞ্চায়ের ভোটের পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখেছিল৷ তৃণমূলের হার্মাদরা প্রকাশ্যে একথা বলেছে৷ বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস করার চেষ্টা করেছে৷ কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলার ভোটে অত্যন্ত তৎপরতা দেখিয়েছে৷  যখন যে ভাবে অভিযোগ জানানো হয়েছে, সে ভাবেই পদক্ষেপ করা হয়েছে বলেও জানান অধীর চৌধুরী৷ তিনি বলেন, কোথাও তৃণমূলের বুথ দখলের চেষ্টা, কোথাও সন্ত্রাস করানোর চেষ্টা হয়েছে৷ তবে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে৷ তাঁর কথায়, গ্রামের ভিতর ভয়ভীতি প্রদর্শন চললেও বুথের আশেপাশে কোনও সমস্যা নেই৷ সাধারণ বুথ দখল বা অন্যান্য যে ধরনের সন্ত্রাস হয়ে থাকে, এবার সেই ধরনের সন্ত্রাস দেখা যাচ্ছে না৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *