‘এক দেশ, এক ভোট’, আট সদস্যের কমিটিতে ঠাঁই অধীরের, আর কারা কারা আছেন?

‘এক দেশ, এক ভোট’, আট সদস্যের কমিটিতে ঠাঁই অধীরের, আর কারা কারা আছেন?

adhir chowdhury

কলকাতা: দেশজুড়ে চর্চার কেন্দ্রে এখন ‘এক দেশ এক ভোট’ নীতি৷ ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের ইস্তেহারেও দেশজুড়ে এই ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছিল বিজেপি। বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন৷ ভোটের আগে আগে এই ব্যবস্থা চালু করতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়েছে কেন্দ্র। শনিবার সেই কমিটির ৮ জন সদস্যের নাম ঘোষণা করল মোদী সরকার। তাতেই দেখা গেল, এই কমিটিতে নাম রয়েছে কংগ্রেসের লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। আর কারা কারা আছেন? 

এএনআই সূত্রে জানা গিয়েছে, এই কমিটিতে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ,পঞ্চদশ ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল ডঃ সুভাষ সি কাশ্যপ, সিনিয়র অ্যাডভোকেট শ্রী হরিশ সালভে, প্রাক্তন চিফ ভিজিলান্স কমিশনার সঞ্জয় কোঠারি৷ তাঁরা মূলত এই এক দেশ এক ভোট এই তত্ত্বকে খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। 

এই নীতি চালু হলে গোটা দেশ জুড়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হল,  সংসদে বিল পাশ করিয়ে কি আগামী বছরই লোকসভা ভোটের সঙ্গে দেশের সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন করানো হবে?  তেমনটা করতে অনেকটা পথ পেরতে হবে৷ সংসদে বিল পাশ করানোর পর দেশের দুই তৃতীয়াংশ অর্থাৎ ২০টি বিধানসভায় তা অনুমোদন করাতে হবে। বর্তমানে বিজেপি ১৪টি রাজ্যে একক অথবা জোট সরকারে রয়েছে। তাছাড়া,  এই ব্যবস্থা চালু করার জন্য শুধু সংবিধান সংশোধন করলেই চলবে না, জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদীয় ব্যবস্থাতেও অনেক পরিবর্তন আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =