পঞ্চায়েতে দফা বাড়ানোর আর্জি জানিয়ে হাই কোর্টে অধীর, মামলা গ্রহণ করলেন প্রধান বিচারপতি

পঞ্চায়েতে দফা বাড়ানোর আর্জি জানিয়ে হাই কোর্টে অধীর, মামলা গ্রহণ করলেন প্রধান বিচারপতি

 কলকাতা:  হাতে বাকি আর মাত্র পাঁচ দিন৷ আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন৷ এরই মধ্যে পঞ্চায়েতে ভোটের দফা বাড়ানোর দাবিতে ফের মামলা হল কলকাতা হাই কোর্টে। ভোটের দফা বাড়ানোর আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এদিন আদালতের সামানে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি নিয়ে একাধিক কারণ তুলে ধরেছেন অধীরের আইনজীবী৷ প্রধান বিচারপতির বেঞ্চে হবে মামলার শুনানি৷ 

এর আগে এই একই দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। তাঁর যুক্তি ছিল, হয় আদালতের নির্দেশ মতো পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত বাহিনী আনা হোক, নাহলে পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি করা হোক। আদালতের নির্দেশিত ‘২০১৩ সালের মতো বাহিনী’-র কথা মনে করিয়ে নওশাদ আরও বলেন, গত দশ বছরে রাজ্যে জেলার সংখ্যা অনেকটাই বেড়েছে৷ সেই সঙ্গে বেড়েছে ভোটার এবং বুথের সংখ্যা৷ তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে  ২০১৩ সালের মতো কয়েক দফায় ভোট করানো হোক। ভোটারদের নিরাপত্তার কথা ভেবেই এই প্রস্তাব বলে জানিয়েছিলেন নওশাদ। সোমবার অধীরের আইনজীবীও তেমনই দাবি করেছেন। 

এদিন অধীরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি দিনই অশান্তি হচ্ছে। গুলি চলছে। রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও নেই। তৃণমূল স্তরে বাহিনী পৌঁছতে পারছে না। তাই যদি এই বাহিনী দিয়েই ভোট করাতে হয়, তবে একাধিক দফাতে ভোটগ্রহণ হোক।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *