মুর্শিদাবাদ: বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি জোট জিতলেও অপ্রত্যাশিত ভালো ফল করেছে আসাউদ্দিন ওয়াইসির দল। তেজস্বী যাদবের দলের সঙ্গে জোট করেও কংগ্রেস, বিজেপি জোটকে হারাতে পারেনি, উল্টে এখন আসাউদ্দিন ওয়েইসির দল তাদের চিন্তা বাড়িয়েছে। তবে এআইএমআইএম দল বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি দাবি করেছেন, টাকার বিনিময় বিজেপির হয়ে কাজ করছে তারা।
এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, মিম পার্টি বিজেপির আর্থিক সহযোগিতায়, বিজেপির আর্থিক মদতে একটাই কাজ করে, যেখানে যেখানে বিজেপি’র অসুবিধা, সেখানে সেখানে তাদের সুবিধা করে দেয়। এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে অধীর জানান, বিহারে যদি আসাউদ্দিন ওয়েইসির দল মহাজোটের সঙ্গে এক হয়ে লড়াই করতো, তাহলে বিহারে বিজেপি ক্ষমতায় আসে না। আলাদা নির্বাচন লড়ে তারা আদতে বিজেপির সুবিধা করে দিয়েছে এবং সেটা তারা জেনে বুঝেই করেছে। যদি সত্যিই আসাউদ্দিন চাইতেন বিজেপি হারুক, তাহলে মহাজোটের সঙ্গ দিতেন। এইভাবে আখেরে তিনি কার হাত শক্ত করছেন, সকলেই বুঝতে পারছে বলে দাবি অধীরের।
তিনি আরো বলেন, অন্যান্য বিরোধী দলের নেতারা বিজেপির বিরুদ্ধে সমালোচনা করলে বা বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এখনো আসাউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে বিজেপি কোনো পদক্ষেপ নেয়নি, তিনিও কিন্তু বিজেপি নেতাদের এবং বিজেপি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন। এক্ষেত্রে অধীর বলতে চেয়েছেন, প্রথম থেকেই বিজেপির হয়ে কাজ করছে আসাউদ্দিন ওয়েইসির দল। পারতপক্ষে তারা বিজেপির বি-টিম। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিজেপি পার্টির সবথেকে বড় সহায়ক এআইএমআইএম।
এর আগেও কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছিলেন, বিজেপির হয়ে ভোট কাটছে এআইএমআইএম। বিহার নির্বাচনে এই ভাবেই তারা পাঁচটি আসন দখল করেছে। পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করেছে। কংগ্রেসের এই দাবির প্রেক্ষিতে তাদেরকে আক্রমণ করেন আসাউদ্দিন। একই সঙ্গে ব্যক্তিগতভাবে অধীরের কাছে তিনি প্রশ্ন রাখেন, “বাংলায় তাঁর এলাকায় মুসলিমদের সঙ্গে কেন খারাপ আচরণ করা হচ্ছে, এর জবাব তাঁকে দিতে হবে”। একইসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনে পুরো দমে লড়বে এআইএমআইএম।