‘তৃণমূলে মূষল পর্ব চলছে, এত পদ, এত টাকা…’ তোপ অধীরের

‘তৃণমূলে মূষল পর্ব চলছে, এত পদ, এত টাকা…’ তোপ অধীরের

বহরমপুর:  তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই ফের বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের বর্তমান পরিস্থিতিকে ‘মূষলপর্ব’ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ প্রসঙ্গত, কিচউ দিন আগেই মন্ত্রীর উপর হামলার ঘটনায় ফের প্রকাশ্যে চলে আসে শাসক দলের গোষ্ঠী কোন্দল৷ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নালিশও জানান বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এর পরেই তৃণমূলকে নিশানা করেন অধীর৷ 

আরও পড়ুন- ‘দেশদ্রোহীদের জোর কা ঝটকা..’, বিশ্বকাপে পাকিস্তান হারতেই বিতর্কিত টুইট শুভেন্দুর

সাংবাদিক বৈঠকে শাসক দলে বিঁধে অধীর চৌধুরী বলেন, “তৃণমূলে এখন মূষলপর্ব শুরু হয়েছে। এত টাকা, এত পদ, এত ক্ষমতা! কে কী করবে কিছু বুঝে উঠতে পারছে না। কোনও নির্বাচন নেই, পঞ্চায়েত নেই।’’ তৃণমূলকে সার্কাস পার্টি বলেও কটাক্ষ করেন তিনি৷ অধীর বলেন, ‘‘তৃণমূলের লোকজন নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। এত টাকা, এত পদ হলে তো বিস্ফোরণ তো হবেই। খালি লুঠ চলছে৷ লুঠ করে এত এত খাচ্ছে৷ তাতে নিজেদের মধ্যে গোলাগুলি না করে কি তো কোলাকুলি করবে!” 

এখানেই খাম্ত হননি তিনি অধীর৷ আক্রমণের সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল একটা অদ্ভূত দল৷ যা দল-উপদলে বিভক্ত। সকলেরই শুধু গাড়ি-বাড়ি দরকার। গাড়ি-বাড়ি পেতেই দল করে। এর ফলাফলও তাই খারাপই হবে৷’’ তাঁর কথায়, কোনও রাজনৈতিক দলের সংস্কৃতি যদি লুঠ আর লুঠ হয়, তাহলে এর থেকে ভাল কিছু হতে পারে না৷ তৃণমূল তো লুঠের প্রতিযোগিতা করছে৷ লুটে খাওয়ার প্রতিযোগিতায় একে অপরের সঙ্গে লড়াই করে ক্ষতবিক্ষত হচ্ছে৷ তৃণমূলকে উত্খা্ত না করা পর্যন্ত এমনটাই চলবে৷”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =