কলকাতা: চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন৷ ঘিরে ধরেছিল হতাশা৷ নিজের বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগ নেশাগ্রস্থ যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কলকাতার ট্যাংরা অঞ্চলে৷ সোমবার সকালে বাড়ির বারান্দা থেকে পুলিশ বৃদ্ধের দেহ উদ্ধার করেছে৷ ময়নাতদন্ত শুরু হয়েছে, পাশাপাশি অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ৷
মৃতের নাম বাবু দাস, বয়স ৬০ বছর। ট্যাংরার ডিসি দে রোডে সপরিবারে বসবাস করতেন৷ পুলিশকে খবর দেওয়া হয়৷ দেহ উদ্ধার করে এনআরআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মৃত বাবু দাসের স্ত্রী শোভাদেবী জানিয়েছেন, ছেলে চাকরি না পেয়ে হতাশায় ভুগছিল, অনেকদিন ধরে নেশাগ্রস্থ হয়ে পড়ে৷ নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি এসে বাবা-মা'য়ের সঙ্গে মাঝে মাঝেই ঝামেলা করতেন ওই যুবক৷ সেই নিয়ে বাড়িতে তুমুল অশান্তি লেগে থাকত৷ এরকমই একদিন অশান্তির সময় বাবা মাকে খুন করার হুমকি দিয়েছিল অভিযুক্ত যুবক৷ এই ঘটনায় ভয় পেয়ে শোভাদেবী অন্যত্র আশ্রয় নেন৷ বাবাকে একা পেয়ে ছেলে বালিশ চাপা দিয়ে খুন করে বলে অনুমান করছে পুলিশ৷
শোভাদেবী আরও জানিয়েছেন, তাঁর ছেলে অভিযুক্ত রাজা এমকম পাশ করেছিল৷ কিন্তু অনেক চেষ্টা করেও সে চাকরি পায়নি। তাই হতাশার শিকার হয়ে একসময় নেশাগ্রস্থ হয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত খুন করা হয়েছিল, একথা শিকার করতে নারাজ ট্যাংরা পুলিশ৷ যদিও তাদের অনুমান, মৃত বাবু দাসকে অভিযুক্ত বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে৷ এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে রাজাকে৷