নয়াদিল্লি: সময়টা একেবারেই ভালো যচ্ছে না তাঁর৷ কারচুপি করে সংস্থার শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠতেই হু হু করে নামতে থাকে শেয়ারের দাম৷ শুধু তাই নয়, মার্কিন ফিন্যান্সিয়াল রিসার্চ সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই বিত্তবানদের তালিকাতেও পতন ঘটে শিল্পপতি গৌতম আদানির। এক ধাক্কায় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ৪ ধাপ নেমে সপ্তম স্থানে চলে যান তিনি৷ সোমবার ব্লুমবার্গের ক্রমতালিকায় বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের তালিকা থেকেই ছিটকে গেলেন গৌতম আদানি।
আরও পড়ুন- জাতীয়তাবাদের আড়ালে লোকানো যাবে না! দুর্নীতি ইস্যুতে আদানিকে পাল্টা মার্কিন সংস্থার
সোমবার প্রকাশিত ব্লুমবার্গ ইনডেক্সে ধনীদের ক্রমতালিকার ১১ নম্বরে নেমে গিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার৷ তবে এখনও ভারত ও এশিয়ার সেরা ধনী তিনিই। তারপরেই রয়েছে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির নাম। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে আদানির সম্পদের পরিমাণ ৮৪.৪ বিলিয়ন মার্কিন ডলার।
আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চে’র রিপোর্ট প্রকাশ্যে আসার পর গত কয়েক দিনে তাঁর সংস্থা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার আগেও ধনীতমদের তালিকায় আদানি ছিলেন ‘থার্ড বয়’। এক দিনের মধ্যে তৃতীয় স্থান হারিয়ে নেমে আসেন সপ্তমে৷ এবার নেমে এলেন একাদশে। প্রসঙ্গত, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর প্রকাশিত রিপোর্ট৷ সেখানে দাবি করা হয়েছে, সারা বিশ্বে অসংখ্য ছদ্ম কোম্পানি তৈরি করে নিজেদের শেয়ারের দর কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছিল আদানিরা।
এর পর শুধু সোমবারেই ১ লক্ষ কোটি টাকার শেয়ার হারায় আদানি। সব মিলিয়ে শেষ তিনটি বাণিজ্যিক পর্বে (ট্রেডিং সেশন) আদানিরা হারিয়েছে ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকার মূলধন। হু হু করে নামছে আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাসের মতো সংস্থার শেয়ার মূল্যের দর। অনেকেই বলতে শুরু করেছেন, যে গতিতে আদানিদের উত্থান হয়েছিল সেই গতিতেই শেয়ারের দরে পতন শুরু হয়েছে৷
গত কয়েক দিনের বিপর্যয়ের পর আদানির সম্পত্তির পরিমাণ এখন ৬ লক্ষ ৮৯ হাজার কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন অম্বানি। তারা রয়েছে তালিকার দ্বাদশ স্থানে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>