ধারাভির জমি নিয়ে বড় ঝটকা খেল আদানি! এবার কী হবে?

মুম্বাই: এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভির জমি পাচ্ছে না আদানি গ্রুপ। ওখানে বাড়ি তৈরি করে সরকারি দপ্তরে হস্তান্তর করা হবে। গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ…

মুম্বাই: এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভির জমি পাচ্ছে না আদানি গ্রুপ। ওখানে বাড়ি তৈরি করে সরকারি দপ্তরে হস্তান্তর করা হবে।

গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ মুম্বাইয়ের ধারাভি পুনর্নির্মাণ প্রকল্প তৈরি করছে। বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্টে দাবি করা হয়েছে, ধারাভি পুনর্নির্মাণ প্রকল্পের অধীনে তৈরি করা সব বাড়ি আবাসন বিভাগকে দেওয়া হবে। ধারাভি রিডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে নানা ধরনের গুজবের পরই এই খবর সামনে এসেছে।

এদিকে সূত্রের খবর, ধারাভি থেকে লোকজনকে উচ্ছেদের অভিযোগ ভুয়ো। সরকারের ২০২২ সালের আদেশে বলা হয়েছে, ধারাভির প্রতিটি ভাড়াটেকে একটি বাড়ি দেওয়া হবে। ধারাভিতে বসবাসকারী কোনও ব্যক্তিকে বাস্তুচ্যুত করা হবে না। সবাইকে একটি বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার বিকল্প দেওয়া হবে। জানুয়ারি ১, ২০০০ বা তার আগে বর্তমান বাড়ির ভাড়াটেরা এই স্কিমের জন্য যোগ্য হবেন৷ ধারাভি রিডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ৩৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট বরাদ্দ করা হবে। বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *