৯ বছরের শিশুকে ‘বিয়ে’ করে জনপ্রিয় হলেন অভিনেত্রী তেজস্বিনী!

মাঝেমাঝেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বোল্ড ছবি পোস্ট করে থাকেন। স্বভাবতই তাতে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়।

মুম্বই: গতকাল সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে এই খবরে। সত্যিই শুটিং বন্ধ হয়েছে তেজস্বিনী প্রকাশ অভিনীত ‘পেহেরেদার পিয়া কি’ সিরিয়ালের। শোনা যাচ্ছে, সিরিয়ালটি সম্পূর্ণ ভাবেই বন্ধ হতে চলেছে। 

সোনি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পেহেরেদার পিয়া কি’-র শুটিং বন্ধ হয়েছে কিছু সামাজিক কারণে। এই সিরিয়ালে দেখা গেছে অভিনেত্রী তেজস্বিনী যিনি এই গল্পের মুখ্য চরিত্র, তিনি এক নয় বছর বয়সি শিশুকে বিয়ে করেছেন। এ গল্প এক কিশোর কিশোরীর। বিয়ের পর এদের দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তাদের জীবনের নানা সমস্যা নিয়েই এই গল্প এগিয়ে চলে। ভারতীয় বিবাহ আইন অনুযায়ী এই বয়সে কোনও বিবাহ সম্ভব নয় এবং হলে সেটা আইন অনুযায়ী অপরাধ। সুতরাং এই গল্প সমাজে ভুল বার্তা প্রেরণ করছে। এমনই দাবিতে অভিযোগ করা হয় এই সিরিয়ালের ওপর। তাই বন্ধ হয়েছে এর শুটিং। মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হতে পারে এই সিরিয়ালকে। 

যদিও এই সিরিয়ালে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তেজস্বিনী। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে তেজস্বিনীকে নিয়ে নেটিজেনদের সমালোচনাও শোনা গেছে। যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তেজস্বিনী। মাঝেমাঝেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বোল্ড ছবি পোস্ট করে থাকেন। স্বভাবতই তাতে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। 

তেজস্বিনী জেদ্দা সৌদির এক সঙ্গীত অনুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে বি-টেক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর টেলিভিশন জগতে পা রাখেন। প্রথম সিরিয়াল বন্ধের মুখে পড়ায় তিনি স্বাভাবিক ভাবেই চিন্তিত। কিন্তু এই সিরিয়াল থেকে যে জনপ্রিয়তা লাভ করেছেন, তা তাঁর ভবিষ্যতের কাজের জন্য পাথেয় হতে চলেছে তা বলাই বাহুল্য। ‘পেহেরেদার পিয়া কি’ সিরিয়াল বন্ধ হলেও এটি তেজস্বিনীর জীবনে মাইলস্টোন হতে চলেছে বলে মত অনেকেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 16 =