swara bhasker
নয়াদিল্লি: রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল অনেক আগেই৷ এবার কি ভোট ময়দানে নামতে চলেছেন বলিউড অভিনেত্রী তথা সমাজসেবিকা স্বরা ভাস্কর? ইতিপূর্বে বহুবার বিজেপি’র বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। এখন শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা ভোটে নাকি কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন স্বরা। সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে এই বিষয়ে কয়েক প্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি স্বরা।
যদিও স্বরা যে লোকসভা নির্বাচনে হাত শিবিরের প্রার্থী হবেন, সেই জল্পনা অনেকদিন আগে থেকেই ছিল। সেই জল্পনার আগুনে ঘি ঢালে রাহুল গান্ধীর ‘জন ন্যায় পদযাত্রা’য় স্বরার যোগদান৷ বলিউডে সে ভাবে সাড়া জাগাতে না পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই চর্চায় থেকেছেন স্বরা৷ বিতর্কেও জড়িয়েছেন৷ তিনি রাজনীতির আঙিনায় পা রাখলে, তাঁকে নিয়ে আগ্রহ বাড়বে বৈকি৷