সমুদ্রের মাঝে নীলাভ-উষ্ণ সারার, ভাইলার ইনস্টাগ্রাম পোস্ট

ইনস্ট্রাগ্রামে মাঝে মাঝেই ছবি শেয়ার করে থাকেন, কিন্তু যখনই পোস্ট করেন তখনই লাইক, কমেন্টের জোয়ার দেখা যায় সেখানে। লকডাউন পরবর্তী সময়টা চুটিয়ে মজা করছেন অভিনেত্রী। নিজের ব্রেস্ট ফ্রেন্ড ওরহান আওয়াটরামানির সঙ্গেই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সারা। সেখানেই ব্লু ডেনিম শর্টস এবং ক্রপ টপে 'হট অ্যান্ড বোল্ড' ছবিতে ঝড় তুললেন ভক্তদের মনে।

 

মুম্বই: সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সইফ কন্যা সারা আলি খানের প্রসঙ্গ উঠে এসেছে। সারা'র সঙ্গে অভিনেতা সুশান্তের ব্যক্তিগত সম্পর্ক ছিল, এমনটাই প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে কিছুদিন আগেই সুশান্ত মৃত্যু মামলায় মূল অভিযুক্ত তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সুশান্ত ২০১৯ সালে ৬ জনকে নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন, সেখানে ৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন সুশান্ত। রিয়া আরও জানিয়েছিলেন, সবাইকে প্রাইভেট জেটে নিয়ে গিয়েছিলেন সুশান্ত। যাইহোক, সম্প্রতি এত কান্ডে সারা যা উৎসাহী নন তা বুঝিয়ে দিলেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। সেখানে তিনি সম্প্রতি একাধিক ছবি পোস্ট করেছেন।

এমনিতে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব সচেতন সইফ কন্যা সারা আলি খান। টুইটারে কোনও অ্যাকাউন্ট নেই এই অভিনেত্রীর। ইনস্ট্রাগ্রামে মাঝে মাঝেই ছবি শেয়ার করে থাকেন, কিন্তু যখনই পোস্ট করেন তখনই লাইক, কমেন্টের জোয়ার দেখা যায় সেখানে। লকডাউন পরবর্তী সময়টা চুটিয়ে মজা করছেন অভিনেত্রী। নিজের ব্রেস্ট ফ্রেন্ড ওরহান আওয়াটরামানির সঙ্গেই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সারা। সেখানেই ব্লু ডেনিম শর্টস এবং ক্রপ টপে 'হট অ্যান্ড বোল্ড' ছবিতে ঝড় তুললেন ভক্তদের মনে। নীল ঠোঁটে নিজের বেস্ট ফ্রেন্ডের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন সারা, এমন ছবিতেই ধরা দিলেন তিনি।

View this post on Instagram

Back to Blue 🌊💙🧿 📸: @orry1

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on Sep 2, 2020 at 5:40am PDT

কেরিয়ার শুরু করেছিলেন সুশান্তের হাত ধরেই। 'কেদারনাথ' ছবিতে সারা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেন। অভিনয়ের দক্ষতায় খুশি করেছিলেন দর্শকদের। শোনা যাচ্ছে, এই ছবির শুটিং এর সময়েই সুশান্ত ও সারা'র সম্পর্ক গড়ে ওঠে। থাইল্যান্ডে পৌঁছে বাকিরা ঘুরতে বেরালেও সারা ও সুশান্ত হোটেলেই ছিলেন। এরপর ফিরে এসে এয়ারপোর্ট থেকে আলাদা ভাবে দুজনে বেড়িয়ছিলেন। ফলে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সুশান্তের খুব কাছের বন্ধু তথা তাঁর প্রাক্তন সহকর্মী স্যামুয়েল হাওকিপ'ও। তবে এ বিষয়ে সারা আলি খান নীরব, কোনও কথা বলতে শোনা যায় নি তাঁকে এখনও পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =